গোবিন্দগঞ্জ রিপোর্টার্স ফোরামের নিয়মিত মাসিক সভা অনুষ্ঠিত
গাইবান্ধা জেলার বৃহত্তর সামাজিক সংগঠন গোবিন্দগঞ্জ রিপোর্টার্স ফোরামের নিয়মিত মাসিক সভা গত ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল ৩ টায় থানা মসজিদ সংলগ্ন ফোরাম কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। গোবিন্দগঞ্জ রিপোর্টার্স ফোরামের সভাপতি বিশিষ্ঠ সাংবাদিক রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ফোরাম সহ-সভাপতি শাহ আলম সরকার সাজু, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম প্রধান, সাংগঠনিক সম্পাদক তারাজুল ইসলাম, দপ্তর সম্পাদক কালামানিক দেব, প্রচার ও সাহিত্য সম্পাদক বি কম শিখা দত্ত , কার্য নির্বাহী সদস্য নুর আলম আকন্দ, সাধারণ সদস্য বীর মুক্তিযোদ্ধা শ্যামল রায় জীবু বাবু, রফিকুল ইসলাম মন্ডল, সাইদুল ইসলাম, মিজানুর রহমান, মোস্তাফিজুর রহমান ও মুর্শিদা আক্তার সুইটি প্রমূখ। উল্লেখ্য উক্ত মাসিক সভায় অসুস্থ্য সাংবাদিক শ্যামল রায় জীবু বাবুর সুস্থ্যতা কামনাসহ আগামী বার্ষিক সাধারণ সভা করনীয় এবং সাংগঠনিক কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।