প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০১৯ ০০:৪৩

আসন্ন শারদীয় দূর্গা পূজার নিরাপত্তা বিষয়ক মত বিনিময় সভা

শাহাদাৎ হোসেন,ব্যুরো করোসপন্ডেন্ট,জয়পুরহাটঃ
আসন্ন শারদীয় দূর্গা পূজার নিরাপত্তা বিষয়ক মত বিনিময় সভা

শারদীয় দূর্গা পূজা উপলক্ষে গতকাল জয়পুরহাট জেলা পুলিশের উদ্যোগে নিরাপত্তা বিষয়ক এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানটি পুলিশ সুপার সালাম কবির (পিপিএম) এর সভাপতিত্বে বিকেল ৩টায় জেলা পুলিশের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।সভায় জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের পাশাপাশি জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তা ও সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ ্উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা এ্যাডঃ নৃপেন্দ্রনাথ মন্ডল পিপি,জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা এ্যাডঃ নন্দকিশোর আগরওয়াল,বিশিষ্ট সমাজসেবক নন্দলাল পার্শী,জয়পুরহাট প্রেসক্লাবের সাধারন সম্পাদক রতন কুমার খাঁ,জেলা পূজা উদযাপনের সভাপতি এ্যাড: হৃষিকেস সরকার,সাধারন সম্পাদক ও জেলা পরিষদের সদস্য প্রভাষক সুমন কুমার সাহা,সদর উপজেলার ভাইস চেয়ারম্যান অশোক কুমার ঠাকুর প্রমূখ।জেলায় এ পর্যন্ত পূজা মন্ডপের প্রাপ্ত সংখ্যা ২৯৩টি।পুলিশ সুপার বলেন,বাংলাদেশ ধর্মীয় সৌহার্দ ও সম্প্রীতির দেশ।

সকল ধর্ম বর্ণের মানুষ স্বাধীনভাবে তাদের ধর্মীয় রীতি পালন করবে। পাশাপাশি আসন্ন দূর্গাপূজা উপলক্ষে জেলার সকল আইনশৃঙ্খলা বাহিনী সর্ব প্রকারের নিরাপত্তা বিধান করবে মর্মে অঙ্গীকার ব্যক্ত করেন।এছাড়াও সকল ভারপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতিটি পূজা মন্ডপে টহল জোড়দার ও পূজা সংশ্লিষ্ট নেতৃবৃন্দের সহিত আলোচনা করে সার্বিক সহযোগীতার প্রদানের নির্দেশ প্রদাণ করেন।

উপরে