প্রকাশিত : ১ অক্টোবর, ২০১৯ ২২:৩৪

নীলফামারী ডোমারে রং তুলি দিয়ে প্রতিমাকে পূর্ণাঙ্গ রূপ দিতে ব্যস্ত কারিগররা

সত্যেন্দ্র নাথ রায় ,ডোমার(নীলফামারী) প্রতিনিধিঃ
নীলফামারী ডোমারে রং তুলি দিয়ে প্রতিমাকে পূর্ণাঙ্গ রূপ দিতে ব্যস্ত কারিগররা

সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা। । ইতিমধ্যেই প্রতিমাগুলিতে মাটি লাগানোর কাজটি শেষ করেরং তুলির আঁচরে প্রতিমাকে রূপ দিতে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা তৈরির কারিগররা। হিন্দু সম্প্রদায়ের পঞ্জিকা অনুযায়ী ৪ঠা অক্টোবর শুক্রবার বেলষষ্ঠি। ওই দিন থেকে শুরু শারদীয়া দূর্গোউৎসবের মূল আনুষ্ঠানিকতা।

এ উপলক্ষে নীলফামারীর ডোমার উপজেলায় ৯৫টি মন্ডবে চলছে সাজ সাজ রব। বিভিন্ন মন্ডব ঘুরে দেখা যায় প্রতিমার গায়ে মাটি লাগানোর কাজ শেষ করে রং তুলি দিয়ে পূর্ণাঙ্গ রূপ দেওয়ার কাজটি করছেন তারা । এ ব্যাপারে ডোমার উপজেলা পূজা উৎযাপন কমিটির আহবায়ক রামকৃষ্ণ রায় জানান, এবারে উপজেলায় মোট ৯৫টি মন্ডবে দূর্গাপূজা অনুষ্ঠিত হবে। সনাতন ধর্মালম্বীদের পূজা হলেও ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সহযোগীতায় শারদীয়া দূর্গাপূজা আনন্দ মুখর পরিবেশে হয়ে উঠে প্রাণবন্ত । সরকারের আর্থিক ও আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগীতায় প্রতিবারের ন্যায় এবারেও সু -শৃঙ্খল ভাবে অনুষ্ঠিত হবে শারদীয়া দূর্গো উৎসব।

 

উপরে