প্রকাশিত : ১ অক্টোবর, ২০১৯ ২৩:২২

গাইবান্ধায় চ্যানেল আই এর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

গোবিন্দগঞ্জ(গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধায় চ্যানেল আই এর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

চ্যানেল আই এর ২১ বছর পদার্পন ও প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমার চ্যানেল আই দর্শক ফোরামের আয়োজনে মঙ্গলবার গাইবান্ধা প্রেসক্লাবে কেক কাটা, আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর কবির ও বিশেষ অতিথি ছিলেন গাইবান্ধা পৌরসভার মেয়র অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন। 

আমার চ্যানেল আই দর্শক ফোরাম গাইবান্ধার সভাপতি এমএ সালামের সভাপতিত্বে ও প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম বাবুর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গাইবান্ধা প্রেস ক্লাবের সভাপতি কেএম রেজাউল হক, সাধারণ সম্পাদক আবু জাফর সাবু, গাইবান্ধা পৌরসভার কাউন্সিলর মো. শহীদ আহমেদ, প্রেস ক্লাবের সহ-সভাপতি সৈয়দ নুরুল আলম জাহাঙ্গীর ও অমিতাভ দাশ হিমুন, যুগ্ম সম্পাদক ইদ্রিসউজ্জামান মোনা, সিদ্দিক আলম দয়াল, সদস্য কুদ্দুস আলম, খায়রুল ইসলাম, রজতকান্তি বর্মন, রিক্তু প্রসাদ, সময় টিভির জেলা প্রতিনিধি নুর আলম আকন্দ রিপন, চ্যানেল আই এর জেলা প্রতিনিধি ফারুক হোসেন, গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি গোপাল মোহন্ত ও সাধারণ সম্পাদক জাহিদুর রহমান প্রধান টুকু, পলাশবাড়ি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফজলুল হক দুদু, সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, বিজয় টিভির জেলা প্রতিনিধি জাহাঙ্গীর কবির ডিপটি, এশিয়ান টিভির প্রতিনিধি মাহামুদ খান, গোবিন্দগঞ্জস প্রেসক্লাবের সাহিত্য সম্পাদক তাহেদুল ইসলাম, দপ্তর সম্পাদক আতিকুর রহমান আতিক, জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক জিল্লুর রহমান সরকার, সদস্য সাজাদুর রহমান সাজু, উপজেলা নিকাহ রেজিষ্টার সমিতির সেক্রেটারি কাজী মাওলানা আজিজার রহমান, রিপোর্টাস ফোরামের সদস্য নুর আলম আকন্দ, আমার চ্যানেল আই দর্শক ফোরাম গাইবান্ধার সাংগঠনিক সম্পাদক ও নিপোর পরিচালক আহম্মেদ উল্যাহ, সাংবাদিক আব্দুস সোবাহান মন্ডল প্রমুখ। অনুষ্ঠান শেষে মোনাজাত করেন মাওলানা সানাউল্যাহ। পরে একটি বর্ণাঢ্য র‌্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। 

 

উপরে