প্রকাশিত : ৭ অক্টোবর, ২০১৯ ২২:০৪

বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিশু দিবস পালিত

ষ্টাফ রিপোর্টার
বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিশু দিবস পালিত

“আজকের শিশু আনবে আলো, বিশ্বটাকে রাখবে ভালো” প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ শিশু একাডেমির আয়োজনে বিশ্ব শিশু দিবস এবং শিশু অধিকার সপ্তাহ ২০১৯-এর উদ্বোধন উপলক্ষে বগুড়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় হতে শুরু হয়ে শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদের শিশু একাডেমী প্রাঙ্গণে এসে সমাপ্ত হয়।

বগুড়া জেলা প্রশাসনের সহযোগিতায় শিশুদের অংশগ্রহনে অনুষ্ঠিত শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে নেতৃত্ব দেন জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শাহ মোঃ ইসাহাক আলীর সার্বিক ব্যবস্থাপনায় র‌্যালিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল মালেক, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ বাকি উল্লাহ, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল জব্বার, কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আল মামুন সরদার ,বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা বগুড়া জেলা শাখার সভাপতি গৌতম কুমার দাস এবং শিশু ও যুব সংগঠক সঞ্জু রায়।

র‌্যালীতে বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, বগুড়া জিলা স্কুল, কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ, ইউনিক পাবলিক স্কুল, সেন্ট্রাল উচ্চ বিদ্যালয়, বগুড়া সরকারী শিশু পরিবার, ঠনঠনিয়া মডেল ও জলেশ্বরীতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ জেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, বগুড়া শিশু ও ইয়ূথ ফোরামের নেতৃবৃন্দ, এনসিটিএফ নেতৃবৃন্দসহ ৩ শতাধিক মানুষ অংশগ্রহণ করে।

উপরে