প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০১৯ ১৯:৪৪

ধুনটে কালেরপাড়া ইউনিয়নে উপ-নির্বাচন অনুষ্ঠিত

ধুনট (বগুড়া) প্রতিনিধি:
ধুনটে কালেরপাড়া ইউনিয়নে উপ-নির্বাচন অনুষ্ঠিত

বগুড়ার ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সদস্য পদে উপ-নিবার্চন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত হাঁসখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ওই ওয়ার্ডের ২ হাজার ১২৭ জন ভোটারের মধ্যে ১ হাজার ৫৯৯জন ভোটার তাদের ভোটাধিকার প্রদান করেন। নির্বাচনে ৫৫৭ ভোট পেয়ে উজ্বল প্রামাণিক (টিউবয়েল) বে-সরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল বারিক (মোরগ) পেয়েছেন ৪৬৫ ভোট। এছাড়া মোজাহার আলী (ফুটবল) ৪২৫ ভোট ও আব্দুল জলিল (তালা) পেয়েছেন ১১৮ ভোট। ধুনট উপজেলা নির্বাচন কর্মকর্তা শফিকুর রহমান আকন্দ জানান, গত ৭ ই আগষ্ট কালেরপাড়া ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড সদস্য মোজাম্মেল হক মৃত্যু বরণ করেন। একারনে গত ৪ সেপ্টেম্বর পদটি শুণ্য ঘোষনা করা হয়। 

উপরে