প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০১৯ ১৯:৫৩

শিবগঞ্জে পানির ফোয়ারা সহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজ উদ্বোধন করলেন জেলা প্রশাসক

শিবগঞ্জ(বগুড়া) প্রতিনিধিঃ
শিবগঞ্জে পানির ফোয়ারা সহ বিভিন্ন উন্নয়ন মূলক 
কাজ উদ্বোধন করলেন জেলা প্রশাসক

বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদে বাস্তবায়নে উপজেলা পরিষদ চত্বরে অত্যাধনিক পানি ফোয়ারা শেষে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মেম্বারদের প্রশিক্ষনে সনদ বিতরন করেন। একই সময়ে তিনি সোনালী ব্যাংক হতে বানাইল পশ্চিমপাড়া মসজিদ পর্যন্ত সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করেন। সোমবার বগুড়া জেলা প্রশাসক মোঃ ফয়েজ আহাম্মদ প্রধান অতিথি হিসেবে থেকে এসব উন্নয়ন কাজের উদ্বোধন করেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলমগীর কবির, পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, উপজেলা ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা, থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান, উপজেলা প্রকৌশলী মোবারক হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আল মুুজাহিদ সরকার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান খান,ইউপি চেয়ারম্যান এবিএম শাহজাহান চৌধুরী,আঃ গফুর মন্ডল,আঃ হাই প্রধান,মাহমুদ হোসেন তৌফিক, মোখলেছার রহমান বিভিন্ন কাজের সহযোগিতায় করেন ইউএনও অফিসের রেজাউল করিম, আনোয়ারুল ইসলামু প্রমুখ।

এরপূর্বে জেলা প্রশাসক শিবগঞ্জ উপজেলা, সহকারি কমিশনার (ভূমি) কার্যালয়, এবং শিবগঞ্জ ইউনিয়ন পরিষদ কার্যালয় পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ ইউপি চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ সাবু, ইউপি সচিব হেলাল উদ্দিন , ইউপি সদস্য শাবান শেখ, চুন্নু মিয়া, দেলোয়ারা বেগম। পরিদর্শন কালে তিনি ইউনিয়ন পরিষদে বিভিন্ন দপ্তরে ও প্রকল্পে কাজ দেখে সন্তোষ প্রকাশ করেন। 

উপরে