প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০১৯ ২১:৩৩

দারিদ্র বিমোচন দিবস উপলক্ষে জেলা প্রশাসকের ব্র্যাকের আল্ট্রাপুওর গ্র্যাজুয়েশন কার্যক্রম পরিদর্শন

পাবনা প্রতিনিধি :
দারিদ্র বিমোচন দিবস উপলক্ষে জেলা প্রশাসকের ব্র্যাকের আল্ট্রাপুওর গ্র্যাজুয়েশন কার্যক্রম পরিদর্শন

জেলা প্রশাসক কবির মাহমুদ আর্ন্তজাতিক দারিদ্র বিমোচন দিবস উপলক্ষে সোমবার বেসরকারী উন্নয়ন সংস্থা ব্র্যাক পরিচালিত আল্ট্রাপুওর গ্র্যাজুয়েশন কার্যক্রম পরিদর্শন করেছেন। আর্ন্তজাতিক দারিদ্র বিমোচন দিবস ব্র্যাক মাসব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে। এর অংশ হিসেবে জেলা প্রশাসক কবির মাহমুদ হেমায়েতপুর ইউনিয়নের নিয়ামতউল্লাহপুর ও দাপুনিয়া গ্রামের অতিদরিদ্র পরিবার গুলোর (ব্র্যাকের সুবিধা ভোগীদের) খামার পরিদর্শন এবং মত বিনিময় করে সন্তোষ প্রকাশ করেন। এ সময় তার সাথে ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদিন, সহাকরী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ নাজমুস শাহাদত, হেমায়েতপুর ইউপি চেয়াম্যান মোঃ আলাউদ্দিন, ব্র্যাকের আল্ট্রাপুওর গ্র্যাজুয়েশন প্রোগ্রামের জোনাল ম্যানেজার জাকিয়া সুলতানা, আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ মাজদার রহমান, জেলা ব্র্যাক প্রতিনিধি আলমাছুর রহমান, আঞ্চলিক ব্যবস্থাপক (দাবী) মোঃ জামান ও শাহাদত হোসেন প্রমুখ। 

উল্লেখ্য যে, পাবনা জেলায় ২০০৯ সালে আলট্রা-পুওর গ্র্যাজুয়েশন প্রোগ্রামের কার্যক্রম শুরু হয়। ২০১৮ সালের ডিসেম্বর পর্যন্ত জেলার ১৮ হাজার ৯শ’ ৪৪টি অতিদরিদ্র পরিবার ব্র্যাকের আলট্রা-পুওর গ্র্যাজুয়েশন প্রোগ্রামের আওতায়এসেছে। ২০১৯ সালে পাবনাজেলায় এই কর্মসূচিতে অংশ নিচ্ছে ৬টি উপজেলার ১ হাজার ৯শ’ ১০টি অতি দরিদ্র পরিবার। 

উপরে