প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০১৯ ২২:২১

ধুনটে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত

ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ
ধুনটে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত
বগুড়ার ধুনট উপজেলায় বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা ‘স্বপ্নসেবা’ সংগঠনের উদ্যোগে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে সাদাছড়ি বিতরণ করেন প্রধান শিক্ষক মশিউর রহমান।

বগুড়ার ধুনট উপজেলায় বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা ‘স্বপ্নসেবা’ সংগঠনের উদ্যোগে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ধুনট সরকারি এনইউ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মশিউর রহমান। 

সংগঠনের সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক তফিজ উদ্দিন, অবসরপ্রাপ্ত শিক্ষক মোজাম্মেল হক, সহকারী শিক্ষক কামরুল হাসান, চালিতাডাঙ্গা ডিগ্রি কলেজের প্রভাষক ফজর আলী, ধুনট বাজার পুস্তক ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, সংগঠনের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, সদস্য রাসেল, রোমান, প্রান্ত, হিরু, প্লাবন প্রমূখ। আলোচনা সভা শেষে ৪০জন দৃষ্টি প্রতিবন্ধীদের হাতে বিনামূল্যে সাদাছড়ি তুলে দেওয়া হয়।

উপরে