প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০১৯ ২২:২৯

সান্তাহারে পুকুর থেকে চাষ নিষিদ্ধ ১০ মন পিরানহা মাছ জব্দ

সান্তাহার (বগুড়া) প্রতিনিধিঃ
সান্তাহারে পুকুর থেকে চাষ নিষিদ্ধ ১০ মন পিরানহা মাছ জব্দ

বগুড়ার সান্তাহার ইউনিয়নের বামনিগ্রামে একটি পুকুর থেকে চাষ নিষিদ্ধ ১০মন পিরানহা মাছ জব্দ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে বামনিগ্রামের এক মৎস্য ব্যবসায়ীর পুকুরে অভিযান চালিয়ে মাছগুলো জব্দ করে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানিক দল।এসময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একেএম আব্দুল্লাহ্ বিন রশিদ নিষিদ্ধ পিরানহা মাছ চাষের দায়ে পুকুর থেকে মাছগুলো জব্দ করেন। অভিযানে সহযোগিতায় ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান, আদমদীঘি থানার ওসি জালাল উদ্দীন প্রমূখ।এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা বলেন, বিষাক্ত না হলেও মাছগুলো রাক্ষুসে স্বভাবের। এগুলো দেশি মাছ সাবাড় করে ফেলে। তাই পুকুরে এসব মাছ চাষ নিষিদ্ধ।

 

উপরে