প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০১৯ ২২:৪৬

দৃষ্টি প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয় বরং তারাই হতে পারে দেশের উন্নয়নের সহায়ক

বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবসের বর্ণাঢ্য র‌্যালীর উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক
মো. আফজাল হোসেন দিনাজপুর প্রতিনিধি
দৃষ্টি প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয় বরং তারাই হতে পারে দেশের উন্নয়নের সহায়ক

দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলম বলেছেন, দৃষ্টি প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয় বরং তারাই হতে পারে দেশের উন্নয়নের সহায়ক। তাদেরকে সাদাছড়ির মতো নিরাপত্তা দেওয়াই হচ্ছে আমাদের কাজ। বর্তমান সরকার প্রতিবন্ধীদের উন্নয়নে বিভিন্ন কর্মসূচী বাস্তাবয়ন করে যাচ্ছে। মানে রাখবেন দেশের বিশাল প্রতিবন্ধী জনগোষ্ঠীকে বাদ দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়। “সাদা ছড়ি ব্যবহার করি, নিশ্চিন্তে পথ চলি”-এবারের প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র দিনাজপুরের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশনসহ স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থাসমূহের সহযোগিতায় ১৫ অক্টোবর বিশ্বা সাদা ছড়ি নিরাপত্তা দিবস-২০১৯ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালীর উদ্বোধন করতে গিয়ে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।

সকাল ১০টায় দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গন হতে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শিশু একাডেমী মিলনায়তনে এসে সমাপ্ত হয়। সেখানে আলোচনা সভায় জেলা সামজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আবু বক্কর সিদ্দিক এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জয়নুল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসক) মাহফুজ্জামান আশরাফ, সমাজকল্যাণ পরিষদ দিনাজপুর কমিটির সহ-সভাপতি মোঃ মফিকুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ নাজমুল ইসলাম, জেনারেল হাসপাতালের সমাজসেবা অফিসার সৈয়দ আক্কাশ আলী, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মেহেদী হাসান। স্বাগত বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ফজলুল হক। শুভেচ্ছা বক্তব্য রাখেন সিডিএ’র রিসোর্স পার্সন অনামিকা পান্ডে ও প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক আশরাফ আলম। সঞ্চালকের দায়িত্ব পালন করেন সমাজসেবা অফিসার মোঃ মুনির হোসেন। 

 

উপরে