প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০১৯ ১৯:৪৫

ফুলবাড়ীতে বিশ্ব খাদ্য দিবস পালনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত॥

মোঃ আফজাল হোসেন দিনাজপুর প্রতিনিধিঃ
ফুলবাড়ীতে বিশ্ব খাদ্য দিবস পালনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত॥

দিনাজপুরের ফুলবাড়ীতে বিশ্ব খাদ্য দিবস পালনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আজ বুধবার ১৬ অক্টোম্বর সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্তর থেকে এক র‌্যালি বের হয়। র‌্যালিটি ফুলবাড়ী পৌরশহর প্রদক্ষিণ করে উপজেলা চত্তরে গিয়ে শেষে হয়। বিশ্ব খাদ্য দিবস পালনে র‌্যালি ও আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা কৃষিবীদ ও কৃষি অফিসার এটিএম হামীম আশরাফ। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল, আমাদের কমই আমাদের ভবিষ্যৎ, পুষ্টিকর খাদ্যই হবে অনাকাঙ্খিত ক্ষুদা মুক্ত পৃথিবী। বিশ্ব খাদ্য দিবস পালনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুস সালাম চৌধুরী। 

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন ফুলবাড়ীর প্রজেক্ট ম্যানেজার প্রদীপ মহন্ত। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছাঃ হাসিনা ভূইয়া , উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শফিউল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মোঃ সোহানুর রহমান সুমন,  উপজেলা সহকারী সেটেলমেন্ট অফিসার মোঃ এমরান হোসেন মন্ডল, উপজেলা খাদ্য নিয়ন্ত্রন অফিসার মোঃ গোলাম মওলা। 
এছাড় উপস্থিত ছিলেন, ফুলবাড়ী থান প্রেস ক্লাবের সভাপতি মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক প্লাবন শুভ, ফুলবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসন। বিশ্ব খ্যাদ্য দিবস আলোচনা সভাটি পরিচালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোছাঃ রুম্মান আক্তার। আয়োজনে ছিলেন, উপজেলা প্রশাসন কৃষি সম্প্রসারন অধিদপ্তর ও উপজেলা খাদ্য বিভাগ, ফুলবাড়ী, দিনাজপুর।

 

 

উপরে