প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০১৯ ২০:০৯

শেরপুরে কমিউনিটি সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ
শেরপুরে কমিউনিটি সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

বগুড়ার শেরপুরে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১৬ অক্টোবর সকাল ১১টায় ইউএনএফপিএ বাংলাদেশের সহযোগিতায় শেরপুর টাউন ক্লাব পাবলিক লাইব্রেরী মহিলা কলেজ হলরুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শেরপুর থানা অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর এর সভাপতিত্বে এবং শেরপুর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (গাবতলী সার্কেল) সাবিনা ইয়াসমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউএনএফপিএ এর জেলা প্রতিনিধি তাসিফা সুলতানা, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম, প্রভাষক মেহেদী হাসান, শেরপুর থানা এসআই আব্দুল গফুর, হেল্প ডেক্স কর্মকর্তা মোর্শেদা খাতুন, শেরপুর বাসষ্ট্যান্ড শাহী জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো: এজাজ উদ্দিন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।বক্তারা বলেন, ইভটিজিং, বাল্যবিবাহ, যৌতুক ও মাদক এসব সামাজিক ব্যাধি। এই ব্যাধি থেকে বের হয়ে আসার জন্য সচেতনতা বৃদ্ধি করা জরুরী, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীর পাশাপাশি অভিভাবকরা সচেতন হলে এই সমস্যা গুলো দূর করা সম্ভব।

 

উপরে