প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০১৯ ১৯:১৬

বেগুন চাষে বাজিমাত

কাউনিয়ায় গরুর খামারী থেকে আঃ হাকিম সফল সবজি চাষি
সারওয়ার আলম মুকুল, কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ
বেগুন চাষে বাজিমাত

“পরিশ্রমে ধন আনে, পূর্ণে আনে সুখ, অলসতা দারিদ্রতা, পাপে আনে দুখ”এই বানি কে পুজি করে মেধা ও কৃষি বিভাগের পরামর্শে বেগুন চাষ করে বাজিমাত করেছে কাউনিয়া উপজেলার খোপাতি গ্রামের দুগ্ধ খামারী বর্তমনে সবজি চাষি আঃ হাকিম।সরেজমিনে খোপাতি গ্রামে গিয়ে কথা হয় সফল বেগুন চাষি আঃ হাকিম এর সাথে। তিনি জানান কৃষি বিভাগের উপ-সহকারী কৃষি কর্মকর্তার পরামর্শে ৩০ শতক জমিতে বেগুন চাষ করে বাম্পার ফলন পেয়েছে। এক সময় আঃ হাকিম এলাকায় গরুর খামারী হিসেবে পরিচিত ছিল।

দুধের দাম কম, খাদ্যে ও ঔষধের দাম বেশী, এমতাবস্থায় খামার নিয়ে জটিলতায় পড়েন আঃহাকিম। পরিবারের লোকজন নিয়ে জীবন ধারন কারা বেশ কষ্ট সাদ্য হয়ে পড়ে। সমাজে টিকে থাকতে ও খামার টিকিয়ে রাখতে স্ত্রীর পরামর্শে বাড়ির পার্শের পতিত ৩০ শতক জমিতে কৃষি বিভাগের পরামর্শে বেগুন, লাউ ও নানা জাতের শাক সবজি চাষ শুরু করেন। চলতি মৌসুমে তার জমিতে বেগুন উৎপাদন করে এলাকার মানুষকে তাক লাগিয়ে দিয়েছেন। ইতোমধ্যেই সে বেগুন বিক্রয় করে প্রায় ৬৫ হাজার টাকা আয় করেছে। আঃ হাকিম জানায় বেগুন চাষে তার চারা, জমি চাষ, শ্রমিক, সেচ, কিটনাশক, বেড়া ও নেট সবমিলিয়ে খরচ হয়েছে প্রায় ২৫ হাজার টাকা।

তিনি এপর্যন্ত বেগুন বিক্রয় করেছে ৬৫ হাজার টাকার এবং আশা করছেন মৌসুমের শেষ পর্যন্ত বেগুন বিক্রয় করবে আরও ২০ থেকে ২৫ হাজার টাকার। বেগুন চাষে সমস্যার মধ্যে তিনি জানান কান্ডপচা, কদমা, ফলপচা, ও ছিদ্র পোকার উপদ্রব বেশী। বেশী সমস্যা হয় কান্ডপচা ও ফল পচা রোগ। বাজারে যে সব ঔষধ পাওয়া যায় অনেক সময় তা ২নম্বর হওয়ায় ভাল কাজ হয় না। আর মৌসুমে যে পরিমান বেগুন হয় তা সংরক্ষনের জন্য কোন সবজি ক্লোড স্টোর নাই। বেগুন তুলে তিনি ফুল কপি ও বাঁধা কপি ও শষা চাষ করবেন বলে জানিয়েছেন।

হলদী বাড়ী ব্লকের উপ সহকারী কৃষি কর্মকর্তা জানান খোপাতি গ্রামে আঃ হাকিমসহ প্রায় ৪৫-৫০ জন চাষি উন্নত জাতের বেগুন ও কলা চাষ করেছে। ইতো মধ্যে খোপাতি গ্রামটি বেগুন গ্রাম হিসেবে এলাকায় ব্যাপক পরিচিতি পেয়েছে। সেই সাথে আঃ হাকিম বেগুন চাষ করে বাজিমাত করে এলাকর মানুষকে তাক লাগিয়ে দিয়েছে। তিনি এখন গরুর খামারী থেকে সফল সবজি চাষি হিসেবে পরিচিতি পেয়েছে। কৃষি কর্মকর্তা সাইফুল আলম জানান খোপাতি গ্রামের মাটি সবজি চায়ের উপযোগি। খোপতি গ্রামের চাষিদের ধানের পাশাপাশি বিশ মুক্ত সবজি চাষে পরামর্শ ও প্রশিক্ষন প্রদান করা হচ্ছে। এলাকার কৃষকের জন্য তার অফিসের দুয়ার সব সময় খোলা, যখন খুশি তখন এসে চাষি পরামর্শ নিতে পারবে। 

 

উপরে