প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০১৯ ১৯:৫৪

সুন্দর সমাজ গঠনে ক্রীড়ার বিকল্প নেই

-আলহাজ শেখ
ষ্টাফ রিপোর্টার
সুন্দর সমাজ গঠনে ক্রীড়ার বিকল্প নেই
বগুড়া শহরের সুত্রাপুরে আব্দুল্লাহ সুইমিং সেন্টারে শুক্রবার রাতে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি ও আব্দুল্লাহ সুইমিং সেন্টারের সভাপতি আলহাজ্ব শেখ।

চট্রগ্রামে অনুষ্ঠিত ১ম শেখ রাসেল ক্লাব কাপ বয়স ভিত্তিক সাঁতার প্রতিযোগিতায় আব্দুল্লাহ সুইমিং সেন্টারের সাঁতারুরা সাফল্য অর্জন করায় সুত্রাপুরে শুক্রবার রাতে আলোচনা সভার আয়োজন করা হয়।আব্দুল্লাহ সুইমিং সেন্টারের সাধারণ সম্পাদক মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি ও আব্দুল্লাহ সুইমিং সেন্টারের সভাপতি আলহাজ শেখ। অনুষ্ঠানে আব্দুল্লাহ সুইমিং সেন্টারের উপদেষ্ঠা দেলোয়ার হোসেন দিলদার, শামীমা আরা জয়, জহুরুল ইসলাম, সহ সভাপতি আবু সালেক, জহুরুল ইসলাম, হেলালুর রহমান, দুলালুর রহমান, সহ সাধারণ সম্পাদক নিলুফা ইয়াস মিন, জাহিদ হাসান রনি বক্তব্য রাখেন।

আলোচনা সভায় জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি আলহাজ শেখ বলেন, ক্রীড়ার মাধ্যমে দেশের গ-ি পেরিয়ে সারাবিশ্বে নিজেকে তুলে ধরতে পারেন একজন ক্রীড়াবিদ। ক্রীড়াই পারে যুব সমাজকে মাদক, সন্ত্রাস, ইভটিজিং সহ সকল প্রকার অপকর্ম থেকে দূরে রাখতে। সাঁতার হল এমন একটি ক্রীড়া যার রপ্ত করতে দেহের প্রতিটি অঙ্গপ্রতঙ্গ ব্যবহার করতে হয়। একজন সাতারু অন্যান্য ক্রীড়ার মতই দেশকে বিশ্বের কাছে তুলে ধরতে পারে। ক্রীড়ার সাথে যুক্ত কোন যুবকরা কখনও কোন অন্যায়ের সাথে জড়িত হয়। তাই সুন্দর সমাজ গঠনে ক্রীড়ার বিকল্প নেই।

উপরে