প্রকাশিত : ২২ অক্টোবর, ২০১৯ ১৯:১৭
জমি নিয়ে মামলা থাকায় কবরস্থানে দাফনে বাঁধা দেওয়ায়

গোবিন্দগঞ্জে এক নারীর মরদেহ ঘরের ভিতর দাফন

ষ্টাফ রিপোর্টার
গোবিন্দগঞ্জে এক নারীর মরদেহ ঘরের ভিতর দাফন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক নারীর মরদেহ প্রতিপক্ষের বাঁধার মূখে ঘরের ভিতর মেঝেতে দাফন করায় জনমনে আলোচনার ঝড় উঠেছে।
জানা গেছে, উপজেলার তালুককানুপুর ইউনিয়নের উত্তর সমসপাড়া গ্রামের মৃত্যু আবুল কাশেমের কন্যা রিনা বেগমের রশিদের সাথে বিয়ে হয় । বিয়ের পর থেকেই ঘর জামাতা হিসেবে শশুর বাড়ী উত্তর সমস পাড়ায় বসবাস করে আসছে। গত ১৮ অক্টোবর গৃহবধু রিনা বেগম হঠাৎ করে ডাইরীয়া রোগে আক্রান্ত হলে তাকে প্রথমে গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কপ্লেক্স এ ভর্তি করা হলে কর্তৃপক্ষ উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় রিনার মৃত্যুবরণ করেন। পরে ঐ নারীর মরদেহ তার স্বজনরা পারিবারিক কবরস্থানে দাফনের প্রস্তুতি সম্পন্ন করার প্রক্কালে প্রতিবেশি মৃত্যু মোফাজ্জল এর পুত্র শাহ আলম,লাল মিয়া,আঃ রশিদ গং মরদেহ কবরস্থানে দাফন করতে বাঁধা প্রদান করেন। মৃত্যু বোনের মরদেহ তার ভাই বেলাল হোসেন নিরুপায় হয়ে গোয়াল ঘরের মেঝেতে দাফন করেন।এব্যাপারে নিহতের ভাই বেলাল জানান, জমি-জমা নিয়ে প্রতিবেশিদের সাথে আদালতে মামলা চলছে আর এ সুযোগে তারা মামলা তুলে নেওয়ার জন্য বলে। অন্যথায় বোনের মরদেহ কবরস্থানে দাফন করার বাঁধা প্রদান করেন। আর কোন জমি না থাকায় ঘরের ভিতর দাফন করেছে।এ নিয়ে এলাকায় জনমনে নানা আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছে।

 

উপরে