প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০১৯ ২১:৪৪
প্রাথমিক শিক্ষা শক্তিশালী করেন

নাকাইহাট আশা কর্তৃক শিক্ষা সেবিকাদের কর্মশালা অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার
নাকাইহাট আশা কর্তৃক শিক্ষা সেবিকাদের কর্মশালা অনুষ্ঠিত

আশা গাইবান্ধা (পলাশবাড়ী) জেলার নাকাইহাট ব্রাঞ্চের উদ্দোগে প্রথমিক শিক্ষা শক্তিশালী করণ কর্মসূচীর আওতায় শিক্ষা সুপার ভাইজার ও শিক্ষা সেবিকাদের ২ দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত। গত ২৩ ও ২৪ শে অক্টোম্বর সকাল ৯টা থেকে কর্মশালায় প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন,পাটোয়া জমির উদ্দিন প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাকসুদা রহমান।আশা নাকাইহাট ব্রাঞ্চ ম্যানেজার আব্দুল আউয়াল এর সভাপতিত্বে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন,আশা প্রথমিক শিক্ষা শক্তিশালি কর্মসুচীর শিক্ষা সুপার ভাইজার আর কে রানা মন্ডল প্রমুখ।

উল্লেখ্য বেসরকারী সেচ্ছাসেবী সংস্থা আশা তাদের ক্ষুদ্র ঋণের পাশাপাশি শিক্ষা শক্তিশালী করনে নিজ অর্থায়নে গত ২০১৫ সাল থেকে নাকাইহাট ব্রাঞ্চের উদ্দোগে হতদরিদ্র পরিবারের ৪২৩ জন শিক্ষার্থীদের ১৫টি শিক্ষা কেন্দ্রে ১৫ জন শিক্ষা সেবিকা এবং ১ জন শিক্ষা সুপার ভাইজারের মাধ্যেমে শিক্ষা সেবিকারা শিশু শ্রেনী,১ম শ্রেনীর ছাত্র/ছাত্রীদের পাঠদান করান যাতে করে প্রতিদিনের পড়া প্রতিদিন প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দিতে পাড়ে।

উপরে