প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০১৯ ২১:৫৬

কাউনিয়ায় ভ্রম্যমান আদালত বাল্য বিয়ে বন্ধ, বরের ৩ মাসের জেল, নানার ১০ হাজার জরিমানা

কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ
কাউনিয়ায় ভ্রম্যমান আদালত বাল্য বিয়ে বন্ধ, বরের ৩ মাসের জেল, নানার ১০ হাজার জরিমানা

কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নের বিশ্বনাথ গ্রামে গত রবিবার রাতে বাল্য বিবাহ বন্ধ করে দিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ উলফৎ আরা বেগম।পরে বর ও কনে কে উপজেলা পরিষদে এনে ভ্রাম্যমান আদালত বসিয়ে চর গনাই গ্রামের চাঁন মিয়ার পুত্র জিয়ারুল কে বাল্য বিয়ে করার অপরাধে ৩ মাসের জেল প্রদান করে। মেয়ের নানা সিরাজুল ইসলাম কে ১০ হাজার টাকা জরিমানা করে শর্তসাপেক্ষে মুচলেকা দিয়ে কনে টেপামধুপুর বালিকা বিদ্যালয় এন্ড কলেজের ৮ম শ্রেণীর ছাত্রী বিশ্বনাথ গ্রামের অছিম উদ্দিন এর কন্যা রতনা আকতার কে তার বয়স পূর্ন না হওয়া পর্যন্ত তার বাবা বাড়িতে রাখার সিদ্ধান্ত দেয় আদালত।

উল্লেখ্য জিয়ারুল ও রতনা গত তিন মাস আগে রংপুর নোটারী পাবলিকে বিয়ে বেজিষ্ট্রি করেন। গত রবিবার সামাজিক ভাবে বিয়ের আয়োজন করা হয়। বাল্য বিয়ের সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার উলফৎ আরা বেগম ঘটনা স্থলে পুলিশসহ উপস্থিত হয়ে বিয়ে শেষে ছেলের বাড়িতে যাওয়ার সময় তাদের রাস্তা থেকে তুলে উপজেলা পরিষদে নিয়ে আসেন এবং ভ্রম্যমান আদালত বসিয়ে বরের ৩ মাসের জেল প্রদান করেন। 

 

উপরে