শেরপুরে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
বগুড়ার শেরপুরে খন্দকারটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কৃতিশিক্ষার্থীদের সংবর্ধন ও সমাপনী পরিক্ষার্থীদের বিদায় উপলেক্ষে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বুধবার ৩০ অক্টোবর দুপুরে খন্দকারটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অত্র বিদ্যালয়ের সভাপতি মোঃ ওসমান গনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী সেখ। খন্দকারটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর পৌরসভা মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস সাত্তার, উপজেলা ভাইচ চেয়ারম্যান আলহাজ্ব শাহ-জামাল সিরাজী, শেরপুর উপজেলা শিক্ষা অফিসার মিনা পারভিন, উপজেলা সহকারি শিক্ষা অফিসার ওবায়দুর রহমান, মোছা. নার্গিস পারভিন, মোর্শেদা আখতার মিম, উম্মে মালিহা মমতাজ, শাহবন্দেগী ইউনিয়নের ১নং প্যানেল চেয়ারম্যান মাহমুদুল হাসান লিনট প্রমুখ। এসময় কৃতি শিক্ষার্থীদের ক্রেস ও সনদ এবং সমাপনী পরীক্ষার্থীদের মাঝে পরিক্ষার সামগ্রী বিতরণ করা হয়।