প্রকাশিত : ৩ নভেম্বর, ২০১৯ ২০:৪০

শেরপুরে জেল হত্যা দিবসে উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শেরপুর(বগুড়া)প্রতিনিধিঃ
শেরপুরে জেল হত্যা দিবসে উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বগুড়ার শেরপুরে বগুড়া-৫ (শেরপুর-ধুনট) মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ হাবিবর রহমানের আয়োজনে জেলা হত্যা দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (৩নভেম্বর) সন্ধা ৭টায় দুবলাগাড়ী নিজ বাসভবনে শহর আওয়ামীলীগের সভাপতি মকবুল হোসেনের সভাপতিত্বে উক্ত মাহফিলে বক্তব্য রাখেন, বগুড়া-৫  (শেরপুর-ধুনট) মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ হাবিবর রহমান, শেরপুর উপজেলা ভাইচ চেয়ারম্যান শাহজামাল সিরাজী, মহিলা ভাইচ চেয়ারম্যান খাদিজা খাতুন, শেরপুর থানা অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর, শেরপুর উপজেলা যুবলীগের সভাপতি তারিকুল ইসলাম তারেক, জেলা পরিষদের সদস্য ও উপজেলা যুবলীগের সাধরণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ভুট্টো,

শেরপুর পৌরসভার ১নং প্যানেল মেয়র নাজমুল হাসান খোকন, শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. রেজাউল করিম মজনু, সুঘাট ইউপি চেয়ারম্যান আবু সাঈদ, খানপ্রু ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম রাঞ্জু, সুঘাট ইউপিয়নেরা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জিন্নাহ, সাবেক উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আবুল কাশেম মন্ডল, খামারকান্দি ইউপিয়নেরা আওয়ামীলীগের সভাপতি লুৎফর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুর রহমান শুভ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহেল রানা, সাবেক ছাত্রলীগ নেতা প্রভাষক আব্দুস সাত্তার, আবু বকর সিদ্দিক, শেরপুর শহর সেচ্ছাসেবকলীগের সহ সভাপতি মাসুদ রানা লিটন, সাইফুল, মোজাহার আলী স্মৃতি সংসদ সভাপতি রাশেদুল ইসলাম, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিলন, উপদেষ্ঠা জুয়েল প্রমুখ।

বক্তব্যে বক্তারা বলেন, স্বাধীনতা পরবর্তী ১৯৭৫ সালের ১৫ আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর স্বাধীনতা বিরোধী বিএনপি জামায়াত শিবির পরবর্তী ৩ নভেম্বর দেশের কারাগারে বন্দীদশায় জাতীয় চারনেতাকে হত্যার মধ্যে দিয়ে দেশকে নেতাশূন্য করার অপচেষ্টা চলছিল। কিন্তু পরবর্তীতে তাদের সুযোগ্য উত্তরসূরী বঙ্গবন্ধুর কন্যা আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্টিত হয়ে একে একে ইনডেমনিটি অধ্যাদেশ (কালো আইন) বাতিল করে সকল হত্যাকান্ডের বিচার হয়েছে এবং চলমানও রয়েছে বলে দাবি করেন তারা। অবিলম্বে দেশে-বিদেশে পালিয়ে থাকা সকল খুনীদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকরের জন্য সরকারের নিকট দাবি জানান। শেষে জাতীয় এই চারনেতার আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

 

উপরে