প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০১৯ ২০:৪০

পিঁয়াজের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বগুড়ায় জাসদের মানববন্ধন ও সমাবেশ

ষ্টাফ রিপোর্টার
পিঁয়াজের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বগুড়ায় জাসদের মানববন্ধন ও সমাবেশ

পিঁয়াজের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ বগুড়া শহর কমিটি মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি পালন করেছে। রোববার দুপুরে জেলা শহরের সাতমাথায় এই কর্মসূচি পালন করে। এতে বক্তারা বলেন, সমাবেশে বক্তরা বলেন, আজ দেশে পিঁয়াজের মূল্য আকাশ চুম্বি। ২০-২৫ টাকার পিঁয়াজ ২৪০ টাকা করে বিক্রি হচ্ছে। সাধারণ মানুষ আজ দিশাহারা হয়ে পড়েছে। বর্তমান সরকারের বাণিজ্য ও কৃষি মন্ত্রীর সমন্বয়হীনতার কারনেই আজ পিঁয়াজের দাম আকাশ চুম্বি। সাধারণ ভোক্তারা কমদামে পিঁয়াজ ক্রয় করতে পারে সে দিকে নজর দিতে বলা হয়। বক্তারা আরো বলেন পিঁয়াজ সহ সকল পণ্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার দাবী জানানো হয়।

মানববন্ধন কর্মসূচি চলাকালে প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন বগুড়া শহর জাসদের সভাপতি রবীন্দ্রনাথ দাস রঞ্জন। কমিটির সাধারণ সম্পাদক হাসানুল মঞ্জুর দোদুলের পরিচালনায় বক্তব্য রাখেন, জাসদের কেন্দ্রীয় সদস্য ইমদাদুল হক এমদাদ, সহ-সভাপতি হেলাল উদ্দিন আঙ্গুর, জাহিদুল ইসলাম খান লজে, বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক খান বুলু, যুগ্ম সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন বাবু, জাসদ নেতা জোবায়ের হোসেন মোল্লা, রফিকুল ইসলাম ভান্ডারী, দানা তালুকদার, আব্দুল বাছেদ মেম্বার, সদর থানা জাসদের সভাপতি হারুনার রশিদ, শহর শাখার সাংগঠনিক আতিকুজ্জামান তুহিন, জেলা যুবজোটের সাধারণ সম্পাদক ওবায়দুল হক, সাংগঠনিক সামিউল বারি রবি, জেলা শ্রমিক জোটের সভাপতি মকবুল হোসেন, শ্রমিক নেতা আব্দুল লতিফ বাচ্চু, রায়হান প্রমুখ।

উপরে