প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০১৯ ১০:১৮

জয়পুরহাট সরকারী কলেজে নবান্ন উৎসব

ব্যুরো প্রতিনিধি জয়পুরহাট:
জয়পুরহাট সরকারী কলেজে নবান্ন উৎসব

‘এসো মিলি সবে, নবান্ন উৎসবে’ শ্লোগানে মুখরিত হয়ে জয়পুরহাট সরকারী কলেজে অনুষ্টিত হলো নবান্ন উৎসব। গতকাল রোববার সকালে এই উৎসবের উদ্বোধন করেন জয়পুরহাট সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর দেবাশিষ দত্ত। জয়পুরহাট সরকারী কলেজ ক্যাম্পাসের বকুল তলায় আয়োজিত নবান্ন উৎসবে ১৪টি ষ্টলে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা পিঠা, পায়েশ, নতুন চালের খির, মোয়া, খই, মুড়ি ও নানা ধরণের ফল মুলের তৈরী খাবার পরিবেশন করেন। এ সময় বিভিন্ন ষ্টল পরিদর্শন করেন জয়পুরহাট জেলা ও দায়রা জজ এম.এ রব হাওলাদার। পরে বকুলতলার মুক্ত মঞ্চে আয়োািজত এক শুভেচ্ছা বিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা জজ এম.এ রব হাওলাদার, ব্যবস্থাপনা বিভাগের প্রধান আবু বক্কর সিদ্দিক, নবান্ন উৎসব কমিটির আহবায়ক সিরাজুল ইসলাম, ইংরেজী বিভাগের সহযোগী অধ্যাপক এস.এ মাসুমসহ কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকরা। বাংলার চিরাচরিত এই নবান্ন উৎসবে অংশগ্রহন করতে পেরে আনন্দে উদ্দেলিত এই প্রতিষ্ঠানের শিক্ষার্থী বর্ষা, শিফা, আব্দুল লতিফ,ফাবিহাসহ অনেকেই। তারা জানান, প্রতি বছরই এই উৎসব যেন হয় এমন প্রত্যাশা কলেজ কর্তৃপক্ষের নিকট। 

উপরে