প্রকাশিত : ২ ডিসেম্বর, ২০১৯ ১৬:২২

ফুলবাড়ী ২৯ বিজিবির সদর দপ্তরে প্রায় ৫ কোটি টাকার মাদক ধ্বংস॥

মোঃ আফজাল হোসেন দিনাজপুর প্রতিনিধি
ফুলবাড়ী ২৯ বিজিবির সদর দপ্তরে প্রায় ৫ কোটি টাকার মাদক ধ্বংস॥

দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বিজিবি’র আয়োজনে বিজিবি’র সদর দপ্তরে ৪ কোটি ৯২ লক্ষ ৯ হাজার টাকা মূল্যের মাদক ধ্বংস অনুষ্টিত হয়। গত ১লা জানুয়ারী ২০১৮ ইং হতে ৩১ শে অক্টোর ২০১৯ ইং পর্যন্ত ৪ কোটি ৫৪ লক্ষ টাকা এবং দিনাজপুর ৪২ ব্যাটালিয় বিজিবি গত ২২ শে আগষ্ট ২০১৮ ইং হতে ২০ নভেম্বর ২০১৯ ইং পর্যন্ত ৩৮ লক্ষ ৯ হাজার টাকা সহ মোট ৪ কোটি ৯২ লক্ষ ৯ হাজার টাকা মূল্যের মাদক আটক করতে সক্ষম হয়। যা ধ্বংশ করা হয়। গতকাল ২রা ডিসেম্বর সোমবার সকাল সাড়ে ১০ টায় ফুলবাড়ী ২৯ বিজিবি’র আয়োজনে বিজিবি’র সদর দপ্তরে এই মাদক ধ্বংস অনুষ্ঠানের আগে কোরআন তেলোয়াত করেন মওলানা মোঃ আব্দুল লতিফ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ও সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ফুলবাড়ী ২৯ বিজিবি’র অধিনায়ক লে: কর্ণেল মোঃ শরীফ উল্লাহ আবেদ (এসজিপি)। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রী ও প্রাথমিক গণ শিক্ষা মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ্যাড. আলহাজ্ব মোঃ মোস্তাফিজুর রহমান ফিজার (এমপি)। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বর্ডারগার্ড বাংলাদেশ দিনাজপুর সেক্টর সদর দপ্তরের উপপরিচালাক , সেক্টার কমান্ডার কর্ণেল মোঃ সোহরাব হোসেন ভুঁইয়া (পিবিজিএম, পিএসসি, জি+), দিনাজপুর ৪২ বিজিবির পরিচালক লে.কর্ণেল গাজী নাহিদুজ্জামান (পিএসসি), দিনাজপুর জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলম, দিনাজপুর জেলা পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন, দিনাজপুরের জুডিশিয়াল ম্যাজিষ্টেট  লিমেন্ট রায়, দিনাজপুর জেলা মাদক দ্রব নিয়ন্ত্রন অফিসের সহকারী পরিচালক মোঃ রাজিউর রহমান , ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুস সালাম চৌধুরী, অতিরিক্ত পুশিস সুপার ফুলবাড়ী সার্কেল এর মিয়া মোহাম্মদ আশিস বিন হাসান, পিপিএম, ফুলবাড়ী আদর্শ কলেজের প্রভাষক আব্দুল কাদের রহমান। 

অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ফুলবাড়ী বিজিবি’র সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী মোঃ নুসর জাহান মৌ, ফুলবাড়ী আদর্শ কলেজের একাদশ শ্রেণির ছাত্রী মোছাঃ রুবাইয়া। মাদক দ্রব্য ধ্বংস অনুষ্ঠানটি পরিচালনা করেন ফুলবাড়ী ২৯ বিজিবি’র মেডিকেল অফিসার মেজর এম আবু তাহের। মাদক ধ্বংস করন অনুষ্ঠানটি সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, ফুলবাড়ী ২৯ বিজিবি’র অধিনায়ক লে: কর্ণেল মোঃ শরীফ উল্লাহ আবেদ (এসজিপি)। এসময় মাদক ধ্বংস অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতনিধি, গনমাধ্যম ব্যক্তিবর্গ, স্কুল কলেজের শিক্ষক ও ছাত্রছাত্রী, বিজিবি’র পদস্ত সৈনিকগন  উপস্থিত ছিলেন।

 

উপরে