প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২০ ০০:৪২

শেরপুরে হাইওয়ে পুলিশের জনসচেতনতামূলক আলোচনা সভা

শেরপুর(বগুড়া)প্রতিনিধি:
শেরপুরে হাইওয়ে পুলিশের জনসচেতনতামূলক আলোচনা সভা

মুজিব বর্ষের অঙ্গিকার, পুলিশ হবে জনতার এই প্রতিপাদ্যকে সামনে রেখে সড়ক পরিবহন আইন ২০১৮, রাস্তাপারাপার, পুলিশের কাজে সহযোগিতা, ইভটিজিং প্রতিবোধ, জঙ্গিবাদ ও সন্ত্রাস দমন, মাদকের কুফল, নারী ও শিশু নির্যাতন রোধ, যৌতুক নিরোধ, মোবাইলের অ্যাপ ব্যবহার ৯৯৯ সম্পর্ক ও সামাজিক নিরাপত্তা বিধান সংক্রান্ত বিষয়ে জনসচেতনতামূলক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। ২০ জানুয়ারি সোমবার দুপুরে কুন্দারহাট হাইওয়ে পুলিশ বগুড়ার রিজিয়নের আয়োজনে শেরপুরের শেরউড ইন্টারন্যাশনাল (প্রাঃ) স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়েছে। শেরপুর ইন্টারন্যাশনাল (প্রাঃ) স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ¦ মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক আলহাজ¦ মো. আজিজার রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাইওয়ে পুলিশের বগুড়া রিজিয়নের পুলিশ সুপার মো. শহিদ উল্লাহ্। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর ইন্টারন্যাশনাল (প্রাঃ) স্কুল এন্ড কলেজের উপদেষ্টা ও অবসরপ্রাপ্ত লে. কর্নেল মো. ইউসুফ আলী, সিনিয়র সহকারী পুলিশ সুপার হাইওয়ে বগুড়া সার্কেল মো. রায়হান ইবনে রহমান, শেরউড ইন্টারন্যাশনাল (প্রাঃ) স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রেজাউল করিম মিঞা।

আরো উপস্থিত ছিলেন, কুন্দারহাট হাইওয়ে থানা পুলিশ পরিদর্শক ইয়ামিন উদ্দৌলা, শেরপুর ট্রাফিক ফাঁড়ির টি.আই. জাহিদ হোসেন, কুন্দারহাট হাইওয়ে থানার ইনচার্জ এস.আই. জায়েদ হোসেন (জাহিদ), শেরপুর ট্রাফিক ফাঁড়ির সার্জেন্ট মুঞ্জুরে মাওলা ও ওমর ফারুক প্রমুখ। প্রধান অতিথি’র বক্তব্যে হাইওয়ে পুলিশ সুপার বলেন, বাল্য বিয়ে একটি সামাজিক ব্যাধি। এ ব্যাধি দূর করতে বাল্য বিয়ের কুফল সম্পর্কে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বাড়াতে হবে। মাদক, সন্ত্রাসী ও জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে একযোগে কাজ করতে হবে। মিথ্যা গুজব সৃষ্টিকারীদের থেকে সতর্ক থাকার জন্য পরামর্শ দেন তিনি।

 

 

উপরে