প্রকাশিত : ৭ ফেব্রুয়ারী, ২০২০ ১৬:১৫

কাউনিয়ায় পুজা মন্ডপের মূল ফটক বন্ধ করছে প্রতিপক্ষ

যে কোন সময় রক্তক্ষয়ি সংঘর্ষের আশংকা
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
কাউনিয়ায় পুজা মন্ডপের মূল ফটক বন্ধ করছে প্রতিপক্ষ

রংপুরের কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের বনগাম এলাকার বড়বাড়ীতে প্রায় দুই যুগ আগে নির্মিত দূর্গা মন্দিরের মূল ফটক বা প্রবেশ দ্বার প্রাচীর দিয়ে বন্ধ করে দিয়েছে প্রতিপক্ষ।জরজমিনে গিয়ে দেখা যায় বনগ্রাম বড়বাড়ী সার্বজনীন দূর্গা মন্দিরটি প্রায় ২৬ বছর আগে মাধব চন্দ্র বর্মন তার নিজস্ব জমিতে এলাকার হিন্দু সম্প্রদায়ের পুজার্চনা করার জন্য গ্রাম বাসীর সহযোগিতায় একটি মন্দির নির্মান করেন। সেই থেকে সরকারী ও বেসরকারী ভাবে নানা সহযোগিতায় উক্ত মন্দিরে পুজা অর্চনা হয়ে আসছিলো। কিন্ত বিগত দুই বছর আগে একই এলাকার জনৈক বিষ্ণু ও তার সহযোগী মিলে পূর্বের কমিটির সাথে আলোচনা না করেই উক্ত মন্দিরের পাশে আরেকটি মন্দির তুলে পুরাতন মন্দিরের মূল ফটক ইটের প্রাচীর দিয়ে বন্ধ করে দেয়।

এ নিয়ে ইউনিয়ন পরিষদ,কাউনিয়া উপজেলা প্রশাসন ও থানা পুলিশকে উভয় পক্ষ অভিযোগ দায়ের করে। কিন্ত কেউই বিষয়টির সুরাহা করতে না পারায় অবশেষে উভয় পক্ষই আদালতে মামলা দায়ের করে। মামলা গুলো বর্তমানে বিচারাধীন রয়েছে। এ নিয়ে উভয় পক্ষের মাঝে টান-টান উত্তেজনা বিরাজ করছে। এলাকাবাসী বলছেন যে কোনো সময় ওদের মাঝে রক্তক্ষয়ী সংঘর্ষ বেধে যেতে পারে। বিষ্ণু চন্দ্র বর্মনের সাথে কথা বলে জানা যায় তিনি নিয়ম মেনেই সব করেছেন। কাউনিয়া থানার ওসি মো. আজিজুল ইসলাম জানান গত দুর্গা পূজার সময় সব কিছু মিমাংশা করা হয় বর্তমানে সেখানে প্রাচীর দেয়া হয়েছে এ বিষয়ে অভিযোগ পাইনি।

 

উপরে