প্রকাশিত : ১ মার্চ, ২০২০ ২৩:৫২

বগুড়ার নববৃন্দাবন হরিবাসরে তারকব্র² মহানাম যজ্ঞানুষ্ঠানের আজ ২য় দিন

বিধান সিংহঃ
বগুড়ার নববৃন্দাবন হরিবাসরে তারকব্র² 
মহানাম যজ্ঞানুষ্ঠানের আজ ২য় দিন

বগুড়া শহরের উত্তর চেলোপাড়া নববৃন্দাবন হরিবাসরে ৭২ প্রহরব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠানের ২য় দিন আজ।  বিশ্বের শান্তি কামনায় বগুড়ার সর্ববৃহৎ নাম কীর্তনের আসর। তিন ঘন্টা অন্তর অন্তর কীর্তন পরিবেশন করছেন মাদারীপুরের দেবী দূর্গা স¤প্রদায়, গোপালগঞ্জের কৃষ্ণ বলরাম স¤প্রদায়,মাগুড়ার রুপশ্রী স¤প্রদায়, বগুড়ার এরুলিয়ার কৃষ্ণলীলা স¤প্রদায়, বগুড়ার চেলোপাড়ার আদি গৌর হরি স¤প্রদায়। তাদের সুমধুর কীর্তন শ্রবন করার অপেক্ষায় হাজারো ভক্তশ্রোতা। শহরের ইভেন ম্যানেজমেন্ট এবার আলোক সজ্জার দায়িত্ব নিয়ে উৎসব অঙ্গনকে রাঙ্গিয়েছেন। যেন নুতন সাজে সাজিয়েছে নববৃন্দাবন মন্দির। প্রস্তুত রন্ধনশালা। তিনবেলা প্রসাদ প্রস্তুতে তাদের ক্লান্তির অবসাদ নেই। ভক্তদের মন কেড়ে নেয় তাদের রান্না করা লাবরা খিচুরী প্রসাদ। নিরাপত্তার স্বার্থে প্রশাসনের সহযোগিতা বরাবরের মতই। পুরুষ ও মহিলা স্বেচ্ছাসেবক সার্বক্ষনিক প্রস্তুত রাখা হয়েছে বলে কমিটির দপ্তর স¤পাদক অমরেশ চন্দ্র দাশ দৈনিক চাঁদনী বাজার প্রতিনিধিকে জানান। তাছাড়া উৎসব শৃঙ্খলা বজায় রাখতে হরিবাসর উদযাপন পরিষদ গঠন করা হয়েছে। সরজমিনে দেখা গেছে উৎসব আঙ্গিনার আশেপাশে মেলা বসার প্রস্তুতি লক্ষ্য করা গেছে। দোকানীরা তাদের পসরা সাজিয়ে বসার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

 

উপরে