প্রকাশিত : ৪ মার্চ, ২০২০ ০৪:৫১

দলে নেতৃত্বের প্রতিযোগীতা থাকবে, কিন্তু প্রতিহিংসা থাকবে না

এস এম কামাল
শাহাদাৎ হোসেন জয়পুরহাট:
দলে নেতৃত্বের প্রতিযোগীতা থাকবে, কিন্তু প্রতিহিংসা থাকবে না

জয়পুরহাটে জেলা আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে দশটায় জয়পুরহাট জেলা শিল্পকলা একাডেমি ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. সামছুল আলম দুদু এমপির সভাপতিত্বে প্রধান অতিথীর বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ ও বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা বাংলাদেশ আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন। সভায় সঞ্চালণা করেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম সোলায়মান আলী। এসময় এস এম কামাল হোসেন বলেন, জয়পুরহাটে জেলা আ’লীগের সকল কোন্দল নিরসন করে দলের সকল নেতা-কর্মীকে এক প্লাটফর্মে থেকে দল পরিচালনা করার শপথ নিতে হবে।

দলে নেতৃত্বের প্রতিযোগীতা থাকবে, কিন্তু প্রতিহিংসা থাকবে না। দলে নেতৃত্ব নির্বাচিত হয় দুইভাবে, এক আলোচনার মাধ্যমে, দুই কাউন্সিলরদের ভোটের মাধ্যমে। এর বাইরে আ’লীগের নেতা হওয়ার কোন সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি। এসময় জয়পুরহাট সদর, পাঁচবিবি এবং কালাই উপজেলা আ’লীগের সম্মেলণ আগামী এপ্রিল মাসের ৩, ৪ ও ৫ এবং জেলা আ’লীগের সম্মেলণ ২২ এপ্রিল করার ঘোষনা করা হয়। এ বিষয়ে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম সোলায়মান আলী বলেন, বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ। দলের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষে সারাদেশে জেলা উপজেলা থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত কমিটি গঠন চলছে, সে ধারাবাহিকতায় জয়পুরহাটেও জেলা আওয়ামীলীগের সম্মেলণের তারিখ নির্ধারণ করেছে কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সে মোতাবেক আমরা কাজ করে যাচ্ছি। আমরা আশাবাদি সম্মেলণ সফল করার মধ্য দিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে দলের মধ্যে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সক্ষম হবো। উল্লেখ্য এসময় জেলা সহ তিনটি উপজেলায় আ’লীগের সম্মেলনের তারিখ ঘোষনা করা হয়েছে। পরে পর্যায়ক্রমে বাঁকি উপজেলা এবং পৌর আ’লীগের সম্মেলন শেষ করা হবে বলে জানান নেতৃবৃন্দ।

 

উপরে