প্রকাশিত : ৪ মার্চ, ২০২০ ০৪:৫৬

কালাইয়ে প্রয়াত মেয়র জন’র স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত

কালাই(জয়পুরহাট) প্রতিনিধি
কালাইয়ে প্রয়াত মেয়র জন’র স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত

কালাইয়ে পৌর মেয়র ও উপজেলা আ’লীগের সভাপতি খন্দকার হালিমুল আলম জন এর স্মরণ  সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আ’লীগ ও উপজেলা পরিষদের যৌথ আয়োজনে গতকাল মঙ্গলবার বিকাল ৩টায় উপজেলা পরিষদ চত্তরে কেন্দ্র শহিদ মিনারে উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন এর সভাপতিত্বে ও উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক তৌফিকুল ইসলাম তালুকদার বেলালের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণ সভায়  প্রধান অতিথির বক্তব্য রাখেন মাননীয় হুইফ বাংলাদেশ জাতীয় সংসদ ও বাংলাদেশ আ’লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আ’লীগের সাংগঠনিক সম্পাদক রাজশাহী বিভাগের দায়িত্ব প্রাপ্ত এস  এম কামাল হোসেন।

বিশেষ অতিথর বক্তব্য রাখেন স্বরাষ্ট্র মন্ত্রানালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য জয়পুরহাট জেলা আ’লীগের সভাপতি এ্যা সামছুল আলম দুদু এমপি, জয়পুরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগের সাধারণ সম্পাদক  এস এম সোলাইমান আলী। অন্যন্যের মাঝে আরো বক্তব্য রাখেন জেলা আ’লীগ সহসভাপতি আব্দুল কাদের মন্ডল,পিপিএ্যাড নৃপেন্দ্রনাথ মন্ডল,জিপিএ্যাড. মোমেন আহম্মেদ চৌধুরী, সাবেক অধ্যক্ষ খাজা সামসুল আলম,বগুড়া জেলা আ’লীগের সাধারন সম্পাদক রাগেবুল আহসান রিপু পাঁচবিবি পৌর মেয়র উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক হাবিবুর রহমান হাবিব,আক্কেলপুর উপজেলা আ’লীগের সভাপতি মোকছেদ আলী মাষ্টার,জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান রকেট, আদমদিঘি উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু,কেন্দ্রীয় উপকমিটির সদস্য তাজমহল হিরক,জেলা আ’লীগ নেতা ফজলুর রহমান,মাত্রাই ইউপি চেয়ারম্যান আ ন ম শওকত হাবিব তালুকদার লজিক,জিন্দারপুর ইউপি আ’লীগের সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সাজ্জাদুর রহমান কাজল, মহিলা ভাইস চেয়ারম্যান সাবানা আক্তার,যুবলীগ সভাপতি সানোয়ার হোসেন সানা,ছাত্রলীগের আহবায়ক তোফিকুল ইসলাম তৌহিদ এছাড়া ও বক্তব্য রাখেন জেলা ও উপজেলার আ’লীগের বিভিন্ন পর্যায়ের অনেক নেতৃবৃন্দ। সভাশেষে তার রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন অধ্যক্ষ আমিনুল ইসলাম ।

 

উপরে