প্রকাশিত : ৪ মার্চ, ২০২০ ১৮:১৭

তাড়াশে ৩ জন মাদক বিক্রেতা গ্রেফতার

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
তাড়াশে ৩ জন মাদক বিক্রেতা গ্রেফতার

সিরাজগঞ্জের তাড়াশ ও রায়গঞ্জে মাদকবিরোধী দুই অভিযান চালিয়ে ১.৭ কেজি গাঁজাসহ ৩ মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর স্পেশাল কোম্পানীর সদস্যরা। মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবুল কাশেম । আটকৃতরা হলেন , তাড়াশ উপজেলার ধুলিশ্বর গ্রামের মৃত হজরত আলীর ছেলে মোঃ ইউসুব আলী (৩৫), ভাদাশ  গ্রামের মোঃ আফজাল আকন্দের ছেলে মোঃ আল-আমিন(৩০),ও তাড়াশ  গ্রামের মোঃ আক্কাস মেম¦ারের ছেলে মোঃ ছহির উদ্দিন (৩৫)। গোপন সংবাদের ভিত্তিতে রায়গঞ্জ থানার শালিয়াগাড়ি গ্রামে এবং তাড়াশ থানার ভাদাশ গ্রামে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয় । তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করার পর সংশ্লিষ্ঠ থানায় হস্তান্তর করা হয় ।

 

উপরে