প্রকাশিত : ১৩ মার্চ, ২০২০ ০৬:০৬

বাবার সম্পত্তির ভাগ নিয়ে কাউনিয়ায় বড় ভাইয়ের অস্ত্রের আঘাতে ছোট ভাই বোন হাসপাতালে

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
বাবার সম্পত্তির ভাগ নিয়ে
কাউনিয়ায় বড় ভাইয়ের অস্ত্রের আঘাতে ছোট ভাই বোন হাসপাতালে

কাউনিয়ায় উপজেলার হারাগাছ পৌরসভায় বাবার সম্পত্তির ভাগ না দিয়ে বড় ভাইয়ের লেলিয়ে দেয়া লোকজনের হাতে গুরুতর আহত ছোট ভাই ও বোন হাসপাতালে ভর্তি হয়েছে।থানায় মামলা ও এলাকাবাসী সুত্রে জানাগেছে হারাগাছ পৌরসভার বাংলাবাজার ঠাকুরদাস গ্রামের আতিয়ার রহমান এর মৃত্যু হলে তার রেখে যাওয়া সম্পত্তি ও নগদ টাকা তার বড় ছেলে মোঃ ওয়াহেদুজ্জামান খোকা একাই ভোগ দখল করে আসছিল। মৃত আতিয়ারের ছোট ছেলে মোঃ নজরুল ইসলাম বাবার রেখে যাওয়া সম্পত্তি ও নগদ টাকা ওয়ারিসন অনুযায়ী বড় ভাই এর কাছে চাইতে গেলে সে দিব দিচ্ছি করে দীর্ঘদিন থেকে টালবাহানা করতে থাকে। এরই এক পর্যায়ে গত ১০ মার্চ সকালে কোন কিছু বুঝে উঠার আগেই খোকা সহ তার সন্ত্রাসী লোক সেরেকুল, মৃদুল, মাহিন, শুভ, রুমা, মুক্তা, মবিন নজরুলের বাড়ির সামনে এসে অকথ্য ভাষায় গালাগাল শুরু করলে নজরুল তাদে নিষেধ করলে তারা চরাও হয়ে তাদের হাতে থাকা দেশীয় অস্ত্র দিয়ে নজরুলকে শরিরের বিভিন্ন স্থানে মার ডাং শুরু করলে তাকে বাচাঁনোর জন্য ছোট ভাই ছামছুজ্জামান টুয়েল, জামরুল ও বোন রওশনারা এগিয়ে আসলে তাদেরও বেধরক মারপিট করে গুরুতর আহত করে ও বাড়ি ঘর ভাংচুরসহ আলমারীতে থাকা ব্যবসার নগদ ৫ লাখ  টাকা ও স্বর্নালংকার লুট করে নিয়ে যায় সন্ত্রসী কায়দায়। পরে তাদের আত্মচিৎকারে এলাকার লোকজন এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় টুয়েল ও রওশনারা কে উদ্ধার করে টুয়েল কে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও রওশনারা কে ইসলামী কমিউনিটি হাসপাতালে ভর্তি করে। এছারা নজরুল ও জামরুল কে স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হয়। বর্তমানে টুয়েলের অবস্থা আশংকা জনক। এ ঘটনায় নজরুল ইসলাম বাদী হয়ে গত ১১ মার্চ হারাগাছ মেট্রোপলিটন থানায় মামলা দায়ের করেছেন। মামলা নং-১৯। বিষয়টি নিয়ে এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় আবারও রক্তক্ষয়ী সংঘর্ষ বেধে যেতে পারে। মামলার তদন্তকারী কর্মকর্তা হারাগাছ মোট্রোপলিটন থানার এসআই আঃ সবুর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান মামলা হয়েছে আসামীদের ধরার চেষ্টা অব্যহত রয়েছে। 

 

উপরে