প্রকাশিত : ১৩ মার্চ, ২০২০ ১৭:৪৪

নওগাঁর মান্দায় বালিকাদের মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ ক্যাম্পের সমাপণী অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি
নওগাঁর মান্দায় বালিকাদের মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ ক্যাম্পের সমাপণী অনুষ্ঠিত

নওগাঁর মান্দা উপজেলায় বালিকাদের মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ ক্যাম্পের সমাপণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০১৯-২০২০ এর আওতায় নওগাঁ জেলা ক্রীড়া অফিসের ব্যাবস্থাপনায় আয়োজিত প্রশিক্ষণে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফছার আলী মন্ডল।।

প্রশিক্ষণ শেষে উপজেলার মুক্তিযোদ্ধা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি ছিলেন ক্রীড়া পরিদপ্তরের উপপরিচালক আ.ফ. মুহাম্মদ ওবায়দুল হক। 
বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া অফিসার, রাজশাহী আখতারুজ্জামান তালুকদার, জেলা ক্রীড়া অফিসার নওগাঁ আবু জাফর মাহামুদুজ্জামান ও মুক্তিযোদ্ধা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকরাম হোসেন। প্রশিক্ষন শেষে প্রধান অতিথি সনদপত্র বিতরণ করেন। এই প্রশিক্ষণে মোট ৩০ জন প্রশিক্ষনার্থী অংশ গ্রহন করে। 

 

উপরে