প্রকাশিত : ১৫ মার্চ, ২০২০ ০৩:২৩

গাবতলীতে লাইট কেয়ার এন্টারন্যাশনাল স্কুলে ক্রীড়া ও পুরস্কার বিতরণ

গাবতলী (বগুড়া) প্রতিনিধি
গাবতলীতে লাইট কেয়ার 
এন্টারন্যাশনাল স্কুলে ক্রীড়া
ও পুরস্কার বিতরণ

বগুড়ার গাবতলীতে লাইট কেয়ার এন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল শনিবার অত্র স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) গাবতলী শাখা ব্যবস্থাপক জহুরুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও মোছাঃ রওনক জাহান। লাইট কেয়ার এন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক মিরাজুল ইসলামের সঞ্চালনায় বরেণ্য অতিথির বক্তব্য রাখেন ইউএনও রওনক জাহানের স্বামী গাইবান্ধা জেলার নির্বাহী প্রকৌশলী (সওজ) আসাদুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালমা আক্তার, থানার ওসি সাবের রেজা আহমেদ ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার বেলাল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাক, বুলবুল আহম্মেদ, স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য আব্দুল কাদের, এনামুল হক আপেলসহ স্কুলের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, ছাত্রছাত্রী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। 

 

উপরে