প্রকাশিত : ১৫ মার্চ, ২০২০ ০৩:৩৯
হাকিমপুর মহিলা কলেজে নবীণ বরণ, বিদায় ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত
শাহিনুর আলম হিলি:
![হাকিমপুর মহিলা কলেজে নবীণ বরণ, বিদায় ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত](./assets/news_images/2020/03/15/CB20031509.jpg)
দিনাজপুরের হাকিমপুর (হিলি) মহিলা কলেজে নবীণ বরণ, বিদায় ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে মহিলা কলেজের আয়োজনে কলেজে অডিটোরিয়ামে কলেজ গভণিং বডির সভাপতি আলহাজ্ব মো: শামছুল হুদা খান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক। অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ হারুন,উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলম, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন,মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামরুন্নাহার ও উপজেলা স্বেবকলীগের সাধারণ সম্পাদক তৌহিদুর ইসলাম তৌহিদসহ অনেকে উপস্থিত ছিলেন। শেষে ২১ জন শিক্ষার্থীদের মাঝে ৬৩ হাজার টাকার বৃত্তি প্রদান করেন প্রধান অতিথি।