জয়পুরহাটে স্কুল পড়ুয়া এতিম শিক্ষার্থীর হাতে পাঠ্য বই তুলে দিলেন যুবনেতা সুমন কুমার সাহা
![জয়পুরহাটে স্কুল পড়ুয়া এতিম শিক্ষার্থীর হাতে পাঠ্য বই তুলে দিলেন যুবনেতা সুমন কুমার সাহা](./assets/news_images/2020/03/15/CB20031514.jpg)
জয়পুরহাটে স্কুল পড়ুয়া অসহায় এতিম শিক্ষার্থীকে পাঠ্য বই তুলে দিলেন জেলা যুবলীগের সভাপতি ও দৈনিক চাঁদনী বাজার পত্রিকার ব্যুরো প্রধান প্রভাষক সুমন কুমার সাহা।
শনিবার সন্ধ্যায় দৈনিক চাঁদনী বাজার ব্যুরো অফিসে এতিম শিক্ষার্থী মিতা আক্তার এর হাতে এসব বই তুলে দেন তিনি। মিতা আক্তার জয়পুরহাট শহরের সাহেবপাড়া এলাকার মৃত মোহাম্মদ আলীর মেয়ে এবং খঞ্জনপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী। অর্থের অভাবে পাঠ্য বই ক্রয় করতে অপারগ হওয়ায় তার লেখাপড়া প্রায় বন্ধ হওয়ার উপক্রম, বিষয়টি জানতে পেরে নিজ উদ্যোগে জেলা যুবলীগের সভাপতি প্রভাষক সুমন কুমার সাহা
দৈনিক চাঁদনী বাজার পত্রিকার পক্ষ থেকে মিতা আক্তার এর হাতে অষ্টম শ্রেণীর পাঠ্যবই সমুহ তুলে দেন। একই সাথে তার উচ্চতর শিক্ষার জন্য প্রয়োজনীয় যেকোন ধরনের সহযোগীতা প্রদানের আশ্বাস প্রদান করেন তিনি। এসময় এতিম শিক্ষার্থী মিতা আক্তার এর সাথে তার নানা মিরাজ মন্ডল উপস্থিত ছিলেন।