প্রকাশিত : ১৭ মার্চ, ২০২০ ১৯:৩০

গোবিন্দগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

ষ্টাফ রিপোর্টার
গোবিন্দগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 
জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, কেক কর্তন, আলোচনা সভা , দুর্যোগ সহনীয় বাসগৃহের চাবী হস্তান্তর , মিষ্টি ও খাবার বিতরন।

গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ ও পৌরসভা আলাদা আলাদা ভাবে দিবসটি পালন করে। সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমনের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, দলীয় কার্যালয়ে কেক কর্তন এবং দুপুরে উপজেলা অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার রামকৃঞ্চ বর্মনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৩২ গাইবান্ধা ৪ গোবিন্দগঞ্জ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী মোঃ মনোয়ার হোসেন চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আতাউর রহমান সরকার, গোবিন্দগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক  আব্দুল লতিফ প্রধান, উপজেলা সহকারী কমিশনার ভূমি নাজির হোসেন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি প্রধান আতাউর রহমান বাবলু ,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরিফুল ইসলাম তাজু,গোবিন্দগঞ্জ থানা অফিসার ইনচার্জ মেহেদী হাসান, ,দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ র ম শরিফুল ইসলাম জর্জ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম প্রমূখ।

এছাড়াও বানেশ্বর মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে অনুরুপ ভাবে দিবসটি পালিত হয়।পরিশেষে জনতার মাঝে মিষ্টি ও খাবার বিতরন করা হয়েছে। এদিকে বিকালে উপজেলা চত্ত্বরে দিবস টি পালন উপলক্ষে পৃর্থক এক আলোচনা সভায় উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুর রহমান মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ আবুল কালাম আজাদ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,সহ-সভাপতি মুকিতুর রহমান রাফি,যুগ্ন সম্পাদক আলহাজ্ব জাকারিয়া ইসলাম জুয়েল,সাবেক ছাত্রলীগের সভাপতি শাকিল আকন্দ বুলবুল ও কমিশনার শাহীন আকন্দ সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

 

উপরে