প্রকাশিত : ১৮ মার্চ, ২০২০ ১৫:৪৭

সাংবাদিক রিগ্যানের উপর বর্বরচিত হামলার প্রতিবাদে জলঢাকায় মানববন্ধন

আল ইকরাম বিপ্লব, জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ
সাংবাদিক রিগ্যানের উপর বর্বরচিত হামলার প্রতিবাদে
জলঢাকায় মানববন্ধন

বাংলা ট্রিবিউন এর কুড়িগ্রাম জেলা প্রতিনিধি আরিফুল ইসলাম রিগ্যানের উপর বর্বরচিত হামলা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানী করার প্রতিবাদে ডিসি সুলতানা পারভীন সহ তার সহযোগীদের দৃষ্টান্ত মূলক বিচারের দাবিতে মানববন্ধন করেছে জলঢাকা সাংবাদিক ঐক্য পরিষদ। বুধবার সকাল ১১ টায় জলঢাকা জিড়োপয়েন্ট মোড়ে দেড় ঘন্টাব্যাপী মানববন্ধন করেন জলঢাকা সাংবাদিক ঐক্যপরিষদের সদস্যবৃদন্দ ও বিভিন্ন সামাজিক সংগঠনের ব্যক্তিবর্গ। এ মানব বন্ধনে বিনা অপরাধে মিথ্যা মামলায় গভীর রাতে রিগ্যানকে গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়ে বক্তব্য রাখেন এসএ টিভি নীলফামারী প্রতিনিধি এবং জলঢাকা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও জলঢাকা সাংবাদিক ঐক্যপরিষদের আহবায়ক মাহবুবুর রহমান মনি।

এ সময় উপস্থিত ছিলেন সমকালের প্রতিনিধি হাসিবুল ইসলাম মিতু, ইত্তেফাকের তাইজুল ইসলাম তাজু, মানবজমিনের সানোয়ার হোসেন বাদশা, রংপুরের কন্ঠ মানিক লাল দত্ত, দৈনিক চাঁদনী বাজারের আল-ইকরাম বিপ্লব, ভোরের কাগজের কৃষ্ণ চন্দ্র রায়, আজকালের খবরের সফিকুল ইসলাম সফি, খোলা কাগজের আবেদ আলী, আমার সংবাদের ফরহাদ ইসলাম, বর্তমানের রাশেদুজ্জামান সুমন, দাবানলের শরিফুল ইসলাম, আমাদের কন্ঠের আব্দুল মালেক, যুগের আলোর মাইদুল হাসান, ভোরের দর্পণের হাসানুজ্জামান হাসান সিদ্দিকী, দৈনিক চাঁদনী বাজার"র আল ইকরাম বিপ্লব,  মানববার্তার এরশাদ আলম, নতুন স্বপ্নের জুয়েল শাহ, একুশের বানীর মশিয়ার রহমান, নওরোজের এনআই মানিক, সাংবাদিক নাছিমুজ্জামান নাদির, এমদাদুল হক, মাহবুব নোমান, হারুন-অর রশিদ সহ আরো অনেকে। একই মানববন্ধনে দৈনিক মানবজমিন পত্রিকার সম্পাদক, মতিয়ার রহমান চৌধুরীর বিরুদ্ধে ডিজিটাল আইনে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন বক্তারা।

উপরে