প্রকাশিত : ২০ মার্চ, ২০২০ ০৩:৪৯

রায়গঞ্জে গ্রাম আদালতে বিচার প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ শীর্ষক কর্মশালা

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
রায়গঞ্জে গ্রাম আদালতে বিচার প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ
শীর্ষক কর্মশালা

সিরাজগঞ্জের রায়গঞ্জে গ্রাম আদালতে বিচার প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ শীর্ষক কর্মশালা গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীমুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন ইকো সোস্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন(ইএসডিও) সিরাজগঞ্জ জেলা ম্যানেজার মাসুদ রানা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নিস্কৃতি দাশ, উপজেলা সহকারি কমিশনার(ভূমি) সুবির কুমার দাস, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চান্দাইকোনা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হান্নান খান, ঘুড়কা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব জিল্লুর রহমান, ব্রহ্মগাছা ইউপি চেয়ারম্যান গোলাম ছরওয়ার লিটন, পাঙ্গাসী ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম ও নলকা ইউপি চেয়ারম্যান আব্দুল জাব্বার। ইএসডিও রায়গঞ্জ কো-অর্ডিনেটর মহিদুল হাসান মানিকের সঞ্চালনায় এ কর্মশালায় সকল ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্যগণ অংশগ্রহণ করেন।

 

উপরে