রাণীশংকৈলে ৬টি বাড়ি আগুনে পুড়ে ছাই
![রাণীশংকৈলে ৬টি বাড়ি আগুনে পুড়ে ছাই](./assets/news_images/2020/03/21/CB20032104.jpg)
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বিয়ে বাড়িতে বিয়ে বিদায় দেওয়ার সময় অগ্নিকান্ডে ৬টি বাড়ি পুড়ে ছাই হওয়ার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার বিকেলে দুর্ঘটনাটি ঘটেছে উপজেলার রায়পুর গ্রামে । খবর পেয়ে ঘটনাস্থলে উপজেলা ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে ।
উপজেলা ফায়ার সার্ভিস অফিস সূত্রে জানা যায়, খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। এতে প্রায় ৬টি বাড়ি আগুনে পুড়ে গেছে। ফায়ার সার্ভিস ক্ষতির পরিমাণ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার সমপরিমাণ হয়েছে বলে দাবী করেছেন।এবং সাড়ে তিনলক্ষ টাকার মালামাল ফায়ার সার্ভিস রক্ষা করেছেন বলে জানিয়েছেন। বিয়ে বাড়িতে বিয়ে বিদায় দেওয়ার সময় বাড়িতে অবস্থানরত ছোট ছেলে-মেয়েদের খেলার সময় আগুনের সূত্রপাত হয়েছে বলে মনে করছেন ফায়ার সার্ভিস।
এদিকে শুক্রবার সকালে উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না,উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী আফরিদা এবং উপজেলা পিআইও আগুনে ক্ষতিগ্রস্থ এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্থ প্রত্যেক পরিবারকে নগদ ৩ হাজার টাকা,এবং শুকনা খাবার এর প্যাকেট তাদের হাতে তুলে দেয়।