প্রকাশিত : ২১ মার্চ, ২০২০ ১৫:১৯
করোনা মোকাবেলায় জলঢাকা থানায় চালু হয়েছে হাত ধোয়ার বিশেষ ব্যবস্থা
আল ইকরাম বিপ্লব, জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ
বিশ্বময় ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ও সচেতনতার অংশ হিসেবে জলঢাকা থানায় হাত ধোয়ার বিশেষ ব্যবস্থা চালু হয়েছে। থানায় আসা সেবা প্রত্যাশীদের করোনা সম্পর্কে ধারণা দিচ্ছে জলঢাকা থানার কর্মকর্তারা। থানার প্রবেশের আগে পানির লাইনসহ বেসিন স্থাপন করা হয়েছে। রাখা হয়েছে সাবান, হ্যান্ড স্যানিটাইজার। জলঢাকা থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, শনিবার থানায় আসা সেবা প্রত্যাশী ও ডিউটিরত পুলিশ সদস্যদের জন্য এই হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছে। এ কার্যক্রম থানা এলাকার মানুষের প্রশংসা কুড়িয়েছে। তিনি বলেন উর্দ্ধতন কর্তৃপক্ষের আয়োজনে পর্যায়ক্রমে সকল থানায় এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।