প্রকাশিত : ২৫ মার্চ, ২০২০ ১৮:৫২

রায়গঞ্জে লাশবাহী এ্যাম্বুলন্সে খাদে পড়ে আহত ৪

আসাদুল আলম,রায়গঞ্জ(সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
রায়গঞ্জে লাশবাহী এ্যাম্বুলন্সে খাদে পড়ে আহত ৪

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চাঁদপুর ব্রীজের পশ্চিম পাশে লাশবাহী এ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৪ জন আহত হয়েছে। মঙ্গলবার রাত ৯ টার দিকে ব্রম্মগাছা-ধানগড়া আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রায়গঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মো. আহসান হাবিব। তিনি জানান, ব্রম্মগাছা ইউনিয়নের সূর্বনগাঁতী গ্রাম থেকে লাশবাহী এ্যাম্বুলেন্স তেলিদানা গ্রামে যাওয়ার পথে চাঁদপুর ব্রীজের পশ্চিম পাশে নিয়ন্ত্রন হাড়িয়ে এ্যাম্বুলেন্স খাদে পড়ে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানা যায়, তেলিদানা গ্রামের ফারুকের স্ত্রী মোছা. লিপি খাতুন (৪৫) কে দুপুরের দিকে খাজা ইউনূস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারাগেলে লিপি খাতুনের বাবার বাড়ি সূর্বনগাঁতীতে প্রথমে আনার পর তেলিদানা গ্রামে যাওয়ার পথেই মরদেহ বহনকারী এ্যাম্বুলেন্সটি চাঁদপুর ব্রীজের পশ্চিম পাশে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে ফেলে দেয়। এতে বেল্লাল, মুছা, আবির ও আদর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মিরা আহতদের উদ্বার করে স্থানীয় ক্লিনিকে পাঠান। এ ঘটনার পর থেকে এ্যাম্বুলেন্স চালক পলাতক রয়েছে।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন

উপরে