প্রকাশিত : ২৫ মার্চ, ২০২০ ১৯:১৮

গোবিন্দগঞ্জে করোনা আক্রান্ত অপবাদে যুবকের আত্মহত্যা

ষ্টাফ রিপোর্টার
গোবিন্দগঞ্জে করোনা আক্রান্ত অপবাদে যুবকের আত্মহত্যা

গাইবান্ধার গোবিন্দগঞ্জে করোনা আক্রান্ত অপবাদ সইতে না পেরে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। আজ বুধবার সকালে পুলিশ উপজেলার রামচন্দ্রপুর থেকে তার লাশ উদ্ধার করে। ওই যুবক হরিরামপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে জাহিদুল ইসলাম (৩৬)।
জানা গেছে, জাহিদুল ইসলাম গত দেড় মাস ধরে ঢাকায় চাকুরি করত। গত দুই তিন দিন আগে সে গ্রামের বাড়ি রামচন্দ্রপুরে আসে। স্বর্দি জ্বরে আক্রান্তজাহিদুল বাড়িতে আসলে এলাকার লোকজন তাকে করোনা আক্রান্ত বলে সন্দেহ করে । তার শরীর আগের চেয়ে অনেক শুকে যাওয়ায় সে নিজেই বিচলিত ছিল। এলাকার লোকজনের এই করোনা আক্রান্ত অপবাদ সইতে না পেরে মঙ্গলবার রাতের কোন এক সময় বাড়ির অদূরে একটি গাছের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে জাহিদুল। আজ সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে।গোবিন্দগঞ্জ থানার ওসি তদন্ত আফজাল হোসেন আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন

উপরে