প্রকাশিত : ২৫ মার্চ, ২০২০ ২১:০৩

কাউনিয়ায় করোনার কারনে উপজেলা পরিষদ জন শুন্য

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
কাউনিয়ায় করোনার কারনে উপজেলা পরিষদ জন শুন্য

রংপুরের কাউনিয়া উপজেলা পরিষদে প্রতিদিন শতশত মানুষ সেবা নিতে আসতো। করোনা ভাইরাসের বিষয়ে উপজেলা প্রশাসনের সচেতনতা মুলক প্রচার প্রচারনার কারনে গত বুধবার উপজেলা পরিষদ ছিল জনশুন্য।সরেজমিনে উপজেলা পরিষদে গিয়ে দেখাগেছে উপজেলার প্রতিটি দপ্তরে দপ্তর প্রধান গন তাদের নিজনিজ কক্ষে অবস্থান করছেন কিন্তু অফিস গুলোতে বিশেষ কোন প্রয়োজন ছাড়া লোকজন চোখে পড়ে নাই। প্রতিদিন শতশত মানুষের আগমনে  চাঞ্চল্যকর উপজেলা পরিষদ আজ জনশুন্য শুনশান। উপজেলার প্রতিটি দপ্তরের সামনে হাত ধোয়ার ব্যবস্থা সহ বাধ্যতামুলক মাক্স পড়ার উপর গুরুত্ব আরোপ করেছেন নির্বাহী অফিসার মোছাঃ উলফৎ আরা বেগম। এছাড়াও উপজেলা প্রশাসনের ঘোষনায় উপজেলার ঔষধ,মুদি ও হোটেল ব্যতিত কোন দোকান পাঠ খোলা নেই। ফলে হাট বাজার গুলোও জন শুন্য। জরুরী প্রয়োজন ছাড়া কাউকে ঘর হতে বের না হতে নির্বাহী অফিসার উলফৎ আরা বেগম অনুরোধ করেছেন।

(দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন)

উপরে