প্রকাশিত : ২৬ মার্চ, ২০২০ ১৩:৩৩
তাড়াশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
![তাড়াশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত](./assets/news_images/2020/03/26/CB20032601.jpg)
তাড়াশে সংক্ষিপ্ত ভাবে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। উপজেলা প্রসাশনের কার্যলয় চত্তরে ৩১ বার তোপধ্বনির মধ্যে দিয়ে শুরু হয়েছে দিনের কর্মসূচি । গত কাল বৃহস্পতিবার (২৬মার্চ) সকাল সারে ৬ টায় পৌরশহরে অবস্থিত শহীদ মিনারে উপজেলা প্রসাশন ইউনও ইফ্ফাত জাহান,উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান,সদর চেয়ারম্যান বাবুল শেখ,ওসি মাহবুব আলম,মুক্তিযোদ্ধা,সাংবাদিক,ব্যাবসায়ী,সকল পর্যায়ের রাজনীতিবিদ ,বিভিন্ন স্তরের পেশাজীবির মানুষ পূষ্পমাল্য র্অপন করেন। সকাল আট ঘটিকায় একই স্থানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এ সময় সকল শ্রেনীর মানুষ উপস্থিত ছিলেন
দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন