প্রকাশিত : ২৭ মার্চ, ২০২০ ০২:৩৮

স্বাধীনতার ৪৯ তম বর্ষে শহীদস্মৃতি স্তম্ভ পুষ্পমাল্য শুন্য

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
স্বাধীনতার ৪৯ তম বর্ষে শহীদস্মৃতি স্তম্ভ পুষ্পমাল্য শুন্য

মরন ঘাতি করোনা ভাইরাসের কারনে রংপুরের কাউনিয়া উপজেলায় স্বাধীনতার ৪৯ তম বর্ষে শহীদস্মৃতি স্তম্ভ,শহীদ মিনার পুষ্পমাল্য শুন্য হয়ে খাঁ-খাঁ করছে।
সরেজমিনে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার ও শহীদস্মৃতি স্তম্ভে গিয়ে দেখা গেছে শহীদদের শ্রদ্ধা জানানোর জন্য কেউই পুষ্পমাল্য অর্পন করে নি। স্বাধীনতার ৪৯ তম বর্ষে শহীদস্মৃতি স্তম্ভ,শহীদ মিনারে কয়েকজন ছেলে গল্প করতে দেখা গেছে। সরকারের নির্দেশনা অনুযায়ী কোন রাজনীতিকদল,প্রশাসন,সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন ও ব্যাক্তি পুষ্প মাল্য দিতে আসেনি। ৬০ উর্ধ একজন মুক্তিযোদ্ধা মন্তব্য করে বলেছেন স্বাধীনতা অর্জনের পর এই প্রথম কাউনিয়ায় আমাদের প্রাণের শহীদস্মৃতি স্তম্ভ ও শহীদ মিনারে পুষ্পমাল্য শুন্য হয়ে খাঁ-খাঁ করছে। স্বাধীনতার জন্য প্রাণ দেয়া শহীদেরা তোমরা আমাদের ক্ষমা করো।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন

উপরে