প্রকাশিত : ২৭ মার্চ, ২০২০ ২০:৪১

বগুড়ায় হোম কোয়ারেন্টাইনে আছে ৭৪৮ জন জীবণুনাশক ওষুধ ছিটানো হচ্ছে

ষ্টাফ রিপোর্টার
বগুড়ায় হোম কোয়ারেন্টাইনে আছে ৭৪৮ জন 
জীবণুনাশক ওষুধ ছিটানো হচ্ছে

করোনা ভাইরাস থেকে সুরক্ষা করতে বগুড়া শহরের বিভিন্ন সড়কে, মোড়ে জীবাণুনাশক পানি ছিটানো হয়েছে। শুক্রবার সকালে জেলা শহরের সাতমাথা থেকে কার্যক্রমের শুরু করা হয়। সেনাবাহিনীর গাড়ী করে, পুলিশ বিভাগ, পৌরসভা থেকে জীবাণুনাশক ওষুধ মিশ্রিত পানি ছিটিয়ে দেয়। এদিকে হোম কোয়ারেন্টাইনে আছে ৭৪৮ জন। 

বগুড়া শহরের সাতমাথা, শেরপুর রোড, ঠনঠনিয়া, কলোনী, বড়গোলা, থানা রোডসহ বিভিন্ন এলাকায় এই পানি ছিটানো হয়। সাধারণ ছুটির দ্বিতীয় দিনেও শহরের প্রদান প্রদান সড়ক ছিল জনশুণ্য। দোকানপাট ছিল বন্ধ। খাবারের দোকানও খোলা দেখা যায়নি। 
বগুড়া জেলা সিভিল সার্জন এর কার্যালয় থেকে জানা যায়, নতুন করে হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে ১জনকে। এনিয়ে জেলায় ৮৫৭ জন দাঁড়ালেও এর মধ্যে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনের মেয়াদ শেষ হয়েছে ১০৯ জনের। স্বাস্থ্য বিভাগ থেকে ১০৯ জনকেই বিশেষ সনদ প্রদান করা হয়েছে। বর্তমানে জেলায় হোম কোয়ারেন্টাইনে রয়েছে ৭৪৮ জন। 

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন

উপরে