প্রকাশিত : ২৮ মার্চ, ২০২০ ১৮:৩৭

বগুড়ায় হোম কোয়ারেন্টাইনে আছে ৭৫২ জন

ষ্টাফ রিপোর্টার
বগুড়ায় হোম কোয়ারেন্টাইনে আছে ৭৫২ জন

করোনা ভাইরাস থেকে সুরক্ষা করতে বগুড়ায় হোম কোয়ারেন্টাইনে আছে ৭৫২ জন। শনিবার জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে হোম কোয়ারেন্টাইনে রাথা হয় ৫৬ জনকে। এদিকে বগুড়া শহরে গত বৃহস্পতিবার ও শুক্রবার দুদিন মানুষের উপস্থিতি একেবারেই কম দেখা গেলেও শনিবার কিছুটা বেড়েছে। কিছু মানুষ ঘর থেকে বের হয়ে বাজার, ওষুধ ক্রয় করছে। এর মধ্যেও কিছু যুবক ও তরুণকে রাস্তায় দেখা গেছে। বগুড়া জেলা সিভিল সার্জন এর কার্যালয় থেকে জানা যায়, নতুন করে হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে ৫৬জনকে। এনিয়ে জেলায় ৯১৩ জন দাঁড়ালেও এর মধ্যে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনের মেয়াদ শেষ হয়েছে ১৬১ জনের। স্বাস্থ্য বিভাগ থেকে ১৬১ জনকেই বিশেষ সনদ প্রদান করা হয়েছে। বর্তমানে জেলায় হোম কোয়ারেন্টাইনে রয়েছে ৭৫২ জন। 

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন

উপরে