প্রকাশিত : ২৮ মার্চ, ২০২০ ১৮:৫৫

কাউনিয়ায় লাইসেন্স বিহীন ভুয়া ডাক্তারের ৫০ হাজার টাকা জরিমানা

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
কাউনিয়ায় লাইসেন্স বিহীন ভুয়া ডাক্তারের ৫০ হাজার টাকা জরিমানা

কাউনিয়া উপজেলার সাইমোড় জসদা মার্কেটে আঃ রশিদ নামে এক ভুয়া ডাক্তারের ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাসে জেল প্রদান করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ উলফৎ আরা বেগম।ভ্রাম্যমান আদালতের পেশকার ফারুক হাসান জানান, রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার শ্যামপুর গ্রামের আব্দুল্ল্যাহ আল মামুন এর পুত্র ভুয়া ডাক্তার মোঃ আঃ রশিদ দীর্ঘদিন থেকে লাইসেন্স বিহীন, ভুয়া প্রচারনা চালিয়ে লোকজন কে প্রতারনা করে পাইল্স ও নানা রোগের অপারেশন সহ চিকিৎসা করে আসছিল এমন তথ্যের ভিত্তিতে গত শনিবার অভিযান চালিয়ে ভ্রাম্যামান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ উলফৎ আরা বেগম তার ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাসের জেল প্রদান করে। এসময় উপস্থিত ছিলেন সেনিটারী ইন্সপেকটার আবু সাঈদ, আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ মনিরুজ্জামান। এলাকাবাসী এ অভিযান কে স্বাগত জানিয়েছে। 

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন

 

উপরে