প্রকাশিত : ২৯ মার্চ, ২০২০ ২২:৪০

ধুনটে বাড়ি বাড়ি গিয়ে পুলিশের মাস্ক ও সাবান বিতরণ

ধুনট (বগুড়া) প্রতিনিধি:
ধুনটে বাড়ি বাড়ি গিয়ে পুলিশের
মাস্ক ও সাবান বিতরণ
রবিবার বগুড়ার ধুনটে করোনা ভাইরাস প্রতিরোধ করতে বাড়ি বাড়ি গিয়ে দরিদ্র পরিবারের মাঝে মাস্ক ও সাবান বিতরণ করেন ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা।

বগুড়ার ধুনট উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধ করতে বাড়ি বাড়ি গিয়ে দরিদ্র পরিবারের মাঝে মাস্ক ও সাবান বিতরণ করেছে ধুনট থানা পুলিশ। রবিবার বিকেলে ধুনট সদরের কুঠিবাড়ি গ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠি সম্প্রদায় সহ ধুনট সদরপাড়া, জিঞ্জিরতলা ও সরকারপাড়া এলাকার ৪০০ দরিদ্র পরিবারের বাড়ি বাড়ি গিয়ে মাস্ক ও সাবান বিতরণ করেন ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা। এসময় উপস্থিত ছিলেন ধুনট থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মিজানুর রহমান, এসআই প্রদীপ কুমার, এসআই আব্দুর রাজ্জাক, এসআই রুহুল আমিন, এএসআই আব্দুল জব্বার, এএসআই আতিকুর রহমান, ধুনট মডেল প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক ইমরান হোসেন ইমন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এমএ রাশেদ, কোষাধ্যক্ষ জিল্লুর রহমান প্রমূখ।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন

উপরে