প্রকাশিত : ২৯ মার্চ, ২০২০ ২৩:৪০

করোনা ভাইরাসের বিস্তৃতি ঠেকাতে বিভিন্ন পাড়া-মহল্লায় ঘরবন্দি দরিদ্র মানুষদের খাদ্য ও মাস্ক দিচ্ছেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি
করোনা ভাইরাসের বিস্তৃতি ঠেকাতে বিভিন্ন পাড়া-মহল্লায়
ঘরবন্দি দরিদ্র মানুষদের খাদ্য ও মাস্ক দিচ্ছেন
জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি

পুরো বিশ্ব থমকে আছে প্রাণঘাতী করোনা ভাইরাস আতঙ্কে। ইতিমধ্যে বাংলাদেশেও এই করোনা ভাইরাসে কয়েকজন আক্রান্ত হয়েছে। তাই এই করোনা ভাইরাসের বিস্তৃতি ঠেকাতে সরকার আগামী ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষনা করেছেন। যাতে সবাই ঘরে থাকেন এবং দেশকে সংক্রমন মুক্ত রাখা যায়। আর এই অবস্থায় ভোগান্তিতে পড়েছে খেটে খাওয়া দিনমজুরেরা। এমন চিত্র দিনাজপুরেও। এমতাবস্থায় করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করতে ও দরিদ্র-খেটে খাওয়া ঘরবন্দি মানুষদের পাশে খাদ্য সামগ্রী ও মাস্ক দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন দিনাজপুর জেলা সেচ্ছাসেবকলীগ সভাপতি ইমাম আবু জাফর রজব।গত শনিবার সকালে শহরের পশ্চিম বালুয়াডাঙ্গা অন্ধ হাফেজ মোড়ে হত-দরিদ্র খেটে খাওয়া মানুষদের হাতে খাদ্য দ্রব্য তুলে দেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু ইবনে রজব। এছাড়া তিনি সারাদিনে শহরের বিভিন্ন জায়গায় প্রায় ২ শতাধিক মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এসময় তিনি দরিদ্রদের পাশে দাড়াতে শহরের বিত্তবানদের প্রতি আহবান জানান।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন

 

উপরে