প্রকাশিত : ৩০ মার্চ, ২০২০ ০১:৫৬
আবারো ছাত্রলীগ নেতার ব্যতিক্রমী উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক
![আবারো ছাত্রলীগ নেতার ব্যতিক্রমী উদ্যোগ](./assets/news_images/2020/03/30/CB20033007.jpg)
সান্তাহার সরকারি কলেজ ছাত্রলীগ নেতা তানভী রহমান (তনু) এর উদ্যোগে ৩য় দিনের মত করোনা ভাইরাস মোকাবিলায় দূরত্ব বজায় রেখে রং দিয়ে চিহ্ন একে দেওয়া জীবাণুনাশক স্প্রে, লিফলেট বিতরন করা হয় সান্তাহার শহরের বিভিন্ন এলাকায় ও মেইন সড়কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও স্যাভলন সাবান বিতরন করেন । এ সময় উপস্থিত ছিলেন...আদমদিঘী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তৌফিকুর রহমান সোহাগ, উপজেলা ছাত্রলীগ নেতা হাসান রহমান, হোসাইন রহমান কলেজ ছাত্রলীগ নেতা হৃদয়,পল্লব,অনিক, রাতুল, পিয়াল, খুশবু, বাপ্পী, রসি প্রমুখ।
![](/assets/kcfinder/upload/images/CB20033008.jpg)
দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন